Bangla Newspaper

সিলেট নগরীতে সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান

235

জিবিনিউজ24 ডেস্ক || সিলেট নগরের সড়ক ও ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় পাঁচ শতাধিক অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মেয়র আরিফুল হক চৌধুরী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামানসহ বিপুলসংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতাকর্মী নিয়ে নগরের কোর্ট পয়েন্ট থেকে উচ্ছেদ অভিযান শুরু করেন। পরে তিনি নগরের লালবাজার, বন্দরবাজার, মহাজনপট্টি ও কালীঘাট এলাকার সড়ক ও ফুটপাতে থাকা পাঁচ শতাধিক অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করেন।

অভিযান শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ফুটপাত দখল করে ব্যবসা না করতে আদালতের নির্দেশনা থাকার পরও কোন অদৃশ্য শক্তির বলে হকাররা আবারও ফুটপাত দখল করে ব্যবসা করছে। যারা নগরের বাসিন্দাদের সুখ, শান্তি চায় না তারাই ফুটপাত দখলের মদদ দিচ্ছে। এখন থেকে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’

Comments
Loading...