প্রথম নারী প্রধানমন্ত্রী পেল তিউনিসিয়া

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

প্রথম নারী প্রধানমন্ত্রী পেল আফ্রিকা অঞ্চলের দেশ তিউনিসিয়া। বুধবার প্রেসিডেন্ট কাইস সাইদ স্বল্পপরিচিত বিশ্ববিদ্যালয় প্রকৌশলী নাজলা বুদেন রোমজানেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

গত জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রীকে বরখাস্ত, পার্লামেন্ট স্থগিতসহ সরকারে নিজের ব্যাপক নির্বাহি ক্ষমতা প্রয়োগ করেন প্রেসিডেন্ট সাইদ। এরপর থেকে নতুন সরকার গঠনের জন্য সাইদের ওপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসতে শুরু করে। গত সপ্তাহে সংবিধানের অধিকাংশ বিধানকে পাশ কাটিয়ে সাইদ জানিয়েছিলেন, তিনি ডিক্রি জারির মাধ্যমে দেশ শাসন করতে পারবেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার সাইদ জানিয়েছেন, তিনি নাজলা বুদেন রোমজানেকে দ্রুত নতুন সরকার গঠনের অনুরোধ জানিয়েছেন।

২০১১ সালে দীর্ঘদিনের শাসক জাইন আল আবিদিন বেন আলিকে ক্ষমতাচ্যুতের পর রোমজানে হবেন তিউনিসিয়ার দশম প্রধানমন্ত্রী। করোনাভাইরাস মহামারি ও রাজনৈতিক লড়াইয়ের কারণে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে রয়েছে তিউনিসিয়া। বেন আলির বিদায়ের পর গত ১০ বছরে দেশটির অর্থনৈতিক উন্নয়ন একেবারেই সামান্য, বরং রাজনীতিতে দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে। নতুন সরকার গঠনের পর রোমজানের জন্য বড় চ্যালেঞ্জ হবে বাজেট ও ঋণ পরিশোধের জন্য দ্রুত অর্থের সংস্থান করা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন