জিবি নিউজ 24 ডেস্ক //
কাতারের রাজধানী দোহায় এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছে বাংলাদেশ। নারী ও পুরুষ দুই বিভাগেই জিতেছে বাংলাদেশ। নারীরা হারিয়েছে নেপালকে এবং পুরুষরা জিতেছে আফগানিস্তানের বিপক্ষে। নেপালের বিপক্ষে মেয়েদের বিভাগে এটাই বাংলাদেশের প্রথম জয়।
সাদিয়া রহমান মৌ দুই সেটে পিছিয়ে পরেও নেপালের সিক্কাকে হারিয়েছেন। সোনাম সুলতানা সোমা ৩-২ সেটে হারিয়েছেন নেপালের এলিনাকে। তিন নম্বর সেটে নওরিন সুলতানা মাহি ৩-১ সেটে হারিয়েছেন নেপালের ইভানাকে।
পুরুষ দল আফগানিস্তানকে হারিয়েছে ৩-২ সেটে। প্রথম সেটে রামহিম ৩-০’তে হেরে যান। দ্বিতীয় সেটে হৃদয় ৩-১ ব্যবধানে জিতে খেলায় সমতা আনেন। তৃতীয় সেটে সজীব প্রথম সিনিয়র ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট নেমেই ৩-১ ব্যবধানে আফগান প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশের পক্ষে জয় ছিনিয়ে আনেন। চতুর্থ সেটে হৃদয় হেরে যান। পঞ্চম তথা শেষ সেটে রামহিম দুর্দান্ত খেলে ৩-১’এ জিতেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন