পাকিস্তান সফর নিয়ে দোটানায় অস্ট্রেলিয়া

জিবি নিউজ 24 ডেস্ক //

'নিরাপত্তা হুমকি'র কারণে তারা ম্যাচ শুরুর আগমুহূর্তে পুরো সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। তাদের দেখাদেখি ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াও এখন নিউজিল্যান্ড সফর নিয়ে দোটানায় পড়ে গেছে।

আগামী মাসে ইংল্যান্ডের ছেলে ও মেয়েদের ক্রিকেট দল পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিলো। কিন্তু তারা নিরাপত্তা শঙ্কায় সফরে যাবে কিনা- তা নিয়ে ভাবছে। এছাড়া ২০২২ সালে ফেব্রুয়ারি-মার্চের দিকে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়ার।

 

এমনিতেই ২৩ বছর ধরে অজিরা পাকিস্তানে কোনো সিরিজ খেলতে যায় না। শেষ গিয়েছিলো সেই ১৯৯৮ সালে। এবার নিউজিল্যান্ড দলের সফর বাতিলের পর তারা আদৌ যাবে কিনা- তা নিয়ে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের (এএপি) প্রতিবেদক রব ফোরসেথ জানান, নিউজিল্যান্ডের পাশাপাশি ইংল্যান্ডও যদি পাকিস্তানে তাদের সফর বাতিলের ঘোষণা দেয়, তাহলে অস্ট্রেলিয়াও নিজেদের সিদ্ধান্ত বদলাতে পারে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র এ বিষয়ে জানান, অস্ট্রেলিয়া ব্যাপারটা গুরুত্বের সঙ্গে দেখছে। সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সঙ্গে এ নিয়ে আলোচনা হবে। তবে দ্রুতই কোনো সিদ্ধান্তে আসতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন