পরীমনিকে নিয়ে মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

মামলায় অভিযুক্ত অন্য সদস্যদের বিরুদ্ধে সদস্যপদ স্থগিতের পথে না হাঁটলেও পরিমনির বেলায় যেন তাড়াহুড়া লেগেছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। আর এ নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।

তবে এই সমালোচনা থেকে বাঁচতে সাফাই দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি জানিয়েছেন, ‘এ সিদ্ধান্ত একা নেওয়ার কেউ নন তিনি। পরীমনির বিষয়ে সিদ্ধান্তটি কমিটির ২১ জন সদস্য মিলে নিয়েছেন। যাদের মধ্যে আলমগীর, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানার মতো চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পীরা রয়েছেন।’

 

তবে ইলিয়াস কাঞ্চনের ভাষ্য, পরীমনির সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন তিনি। তার সঙ্গে কথা বলা হলে্ও তার মতকে গুরুত্ব দেয়নি সমিতি।

মঙ্গলবার দুপুরে এক গণমাধ্যমকে ‘বেদের বেয়ে জোসনা খ্যাত’ এ অভিনেতা বলেন, ‘ওদের জিজ্ঞেস করেন, ইলিয়াস কাঞ্চন কী বলেছিল? আমি কিন্তু সদস্যপদ স্থগিতের ব্যাপারটি নিষেধ করেছিলাম। হ্যাঁ, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তখন আমি বলেছিলাম, একজন শিল্পীর নামে মাত্র অভিযোগ এসেছে। কোনো কিছুই প্রমাণিত হয়নি। অভিযোগ যখন প্রমাণিত হয়নি, কী কারণে তোমরা সদস্যপদ স্থগিত করবে?তখন তারা আমাকে বোঝানোর চেষ্টা করেছিল যে, আমরা তো স্থায়ীভাবে করছি না। সাময়িকভাবে করছি। এর জবাবে আমি বলেছিলাম, এমন স্থগিত করার কি দরকার! স্থগিত করাটা ঠিক হবে না। সংবিধান অনুযায়ী এটা করাটা ঠিক হবে না। নিয়মানুযায়ী একজন শিল্পীর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তাকে নোটিশ করা যেতে পারে। সতর্ক করা যেতে পারে। কিন্তু সদস্যপদ স্থগিত করা মোটেও ঠিক হবে না।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি বলতে চাচ্ছি, স্থগিতের বিষয়ে আমার মতকে গুরুত্ব দেওয়া হয়নি। আমাকে ওরা বলেছিল, অন্যদের সঙ্গেও যোগাযোগ করবে। এখন অন্যরা কী বলছে, তা তো আমি বলতে পারব না।’

এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকেও একই মত দিয়েছেন বলে জানান ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনের আগে মিশা সওদাগর আমার সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। আমি তখন তাকে বলেছি, সদস্যপদ স্থগিতের ব্যাপারটা মোটেও ঠিক হচ্ছে না।’

প্রসঙ্গত, ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি গত ৪ আগস্ট সন্ধ্যায় তার বনানীর বাসা থেকে আটক হন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়। এর দুই দিন পর এফডিসির জহির রায়হান কালার ল্যাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পি সমিতি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন