জেল খেটেছেন যে তারকারা

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

বলিউডে শাহরুখ-সালমান থেকে রিয়া চক্রবর্তীসহ বহু তারকা কোনো না কোনো সময় বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন। খেটেছেন জেল। চলুন জেনে নেই কোন অভিযোগের কারণে এসব তারকারা জেলে গিয়েছিলেন।

অক্ষয় কুমার: ২০০৯ সালে ল্যাকমে ফ্যাশন উইক চলাকালীন বিতর্ক তৈরি করেন অক্ষয় কুমার। প্রকাশ্যেই অক্ষয় কুমারের প্যান্টের চেন তুলে দিতে দেখা যায় টুইঙ্কল খান্নাকে। প্রকাশ্যে এমন কাজের জন্য অভিনেতার বিরুদ্ধে মামলা হয় এবং তিনি জেলেও যান। যদিও খুব তাড়াতাড়ি জামিনও পেয়ে যান এ অভিনেতা।

 

ফারদিন খান: ২০০১ সালে মাদক রাখার অপরাধে গ্রেপ্তার হন ফারদিন খান।

সঞ্জয় দত্ত: মুম্বাইতে বিস্ফোরণের ঘটনায় অভিনেতার বাড়ি থেকে অস্ত্র পাওয়া যায়। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে ৫ বছর জেলে থাকেন সঞ্জু বাবা।

সালমান খান: ১৯৯৮ সালে ‘হম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অপরাধে গ্রেপ্তার হন ভাইজান।

সুনীল শেঠি: ১০ লাখ টাকার চেক বাউন্স করার অপরাধে এক ব্যবসায়ী অভিযোগ করেন সুনীল শেঠির বিরুদ্ধে। অভিনেতা গ্রেপ্তারও হন এবং জামিনও পেয়ে যান।

জন আব্রাহাম: অভিনেতার বাইক প্রেমের কথা কে না জানে। ২০০৬ সালে গতি হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারা এবং দুজন পথচারীকে আহত করার অপরাধে ১৫ দিন জেলে কাটাতে হয় জন আব্রাহামকে।

শাইনি আহুজা: পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে সাত বছরের জেলের সাজা হয় গ্যাংস্টার অভিনেতার।

শাহরুখ খান: এক সাংবাদিককে ভয় দেখানোর অপরাধে জেল হয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানেরও।

রিয়া চক্রবর্তী: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেপ্তার হন রিয়া চক্রবর্তী।

সাইফ আলি খান: তাজ হোটেলে এক ব্যক্তিকে নিগ্রহ করার অপরাধে জেল হয় ছোট নবাবেরও।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন