আল হিলাল ছাড়ার পর নেইমারের সম্ভাব্য গন্তব্য যে তিন ক্লাব

gbn

সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর থেকে বেশিরভাগ ইনজুরিতে কেটেছে নেইমারের সময়টা। চোটে এক বছর মাঠের বাইরে থাকার পর গত অক্টোবরে ফেরেন মাঠে। তবে কামব্যাক করার দ্বিতীয় ম্যাচে নেমে আবারো চোট পান তিনি। তার এই  ঘনঘন চোট পাওয়ায় খুশি নয় তার ক্লাব আল হিলাল ম্যানেজমেন্ট।

গুঞ্জন আসছে, আসন্ন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে ছেড়ে দিতে পারে তারা।

 

আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আছে আগামী বছরের জুন পর্যন্ত। ফলে আগামী বছরের জন্য তাকে প্রো লিগে নিবন্ধন করানো হবে কি না তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সংবাদমাধ্যমের খবর মতে, বারবার চোটে পড়ায় এবং চুক্তির মেয়াদের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকায় নেইমারের সঙ্গে নতুন করে চুক্তি না-ও করতে পারে আল হিলাল।

তাই মেয়াদ শেষের আগেই নেইমারের সাথে চুক্তি বাতিল করতে পারে ক্লাবটি। যদি শেষ পর্যন্ত নেইমার ও আল হিলাল চুক্তি বাতিল করতে সমর্থ হয়, সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে তিন ক্লাব। 

 

নেইমারের সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসেবে প্রথমে উঠে আসছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের নাম। এই ক্লাবেই পেশাদার ফুটবল শুরু হয়েছিল এই ব্রাজিলিয়ানের।

ক্লাবটির হয়ে ২২৫ ম্যাচে ১৩৬ গোল করার পাশাপাশি কোপা লিবার্তাদোরেস সহ অসংখ্য শিরোপা জিতেছেন তিনি৷ পাঁচ মৌসুম কাটানোর পর ২০১৩ সালে তিনি যোগ দেন বার্সেলোনায়। সেখান থেকে রেকর্ড দামে যোগ দেন পিএসজিতে। গত বছর যোগ দেন আল হিলালে। 

 

এছাড়া, নেইমারও সান্তোসে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিভিন্ন সময়। বারবার তাকে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির সভাপতিও।

 

নেইমারের আরেক সম্ভাব্য গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এই ক্লাবে তার এক সময়ের বার্সা সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ খেলেন। তার ওপর আবার সম্প্রতি মায়ামিতে ব্রাজিলিয়ান তারকার বিলাসবহুল বাড়ি কেনার খবর সেই সম্ভাবনা আরো বাড়িয়ে দিয়েছে। তাই হয়তো আল হিলাল ছাড়ার পর মায়ামিতে দেখাও যেতে পারে তাকে।  

নেইমারে আরেক সম্ভাব্য ঠিকানা হতে পারে তার পুরনো ক্লাব বার্সেলোনা। এই ক্লাবে তিনি মেসি ও সুয়ারেজের সাথে মিলে একটি শক্তিশালী ত্রয়ী গড়ে তুলেছিলেন। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগসহ আরো বেশ কয়েকটি ট্রফি জিতেছেন তিনি। তবে এক্ষেত্রে বার্সেলোনার বর্তমান আর্থিক পরিস্থিতি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। যদি নেইমার তার বেতন হ্রাস করে সেক্ষেত্রে হয়তো কাতালান ক্লাবটির হয়ে আবারো মাঠ মাতাতে দেখা যেতে পারে তাকে। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন