জিবিনিউজ 24 ডেস্ক //
সারাদেশে চলমান ধর্ষণ, যৌন হয়রানি ও সহিংসতার ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে চলছে মহাসমাবেশ।
টানা পঞ্চমদিনের মতো শুক্রবার (৯ অক্টোবর) বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টায় শাহবাগ মোড়ে জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেছেন।
মহাসমাবেশে আসা প্রত্যেকে ধর্ষণবিরোধী প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার, প্রতিকৃতি নিয়ে এসেছেন। তারা প্রত্যেকে দেশে সংঘটিত হওয়া বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। মহাসমাবেশ আসা বিক্ষোভকারীরা- ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘ধর্ষকের আস্তানায়, আগুন জ্বালো আগুন জ্বালো’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁয় নাই’, ‘লাঠির বারি মারবি, সামলাতে পারবি না’, ‘বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’ ইত্যাদি স্লোগান দেয়।
মহাসমাবেশ শুরুর আগে প্রতিবাদী গান, আবৃত্তি এবং নাটক পরিবেশন করা হয়। গানের তালে ও স্লোগানে প্রকম্পিত হতে থাকে শাহবাগ ও আশপাশের এলাকা। জোর দাবি ওঠে ধর্ষণের বিচারের।
শুক্রবার মহাসমাবেশের শুরুতে প্রতিবাদী ও সাহসী গান পরিবেশন করে উদীচী। মুহূর্তে গানের তালে ও স্লোগানে প্রকম্পিত হতে থাকে শাহবাগ ও আশপাশের এলাকা। জোর দাবি ওঠে ধর্ষণের বিচারের।
আন্দোলনকারীরা ধর্ষণের সঙ্গে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানান। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশ ও সরকারদলীয় সমর্থকদের হামলার তীব্র নিন্দা জানান।
মহাসমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও চিকিৎসক সংগঠন সংহতি জানিয়েছে। সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ ও সিলেট এমসি কলেজে গৃহবধূ শ্লীলতাহানি এবং সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন