সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব রাধানগর এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরন

সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব রাধানগর,কামালপুর,মৌলভীবাজার এর উদ্দোগ্যে গত ২২শে মে রোজ শুক্রবার প্রায় ৫৫ টি পরিবার এর মধ্যে ঈদ উপহার পৌছে দেওয়া হয়।এসময় বিতরন কার্যে উপস্থিত ছিলেন সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব এর সভাপতি রোমান সাদিক, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক রেদওয়ান ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাহদী হাসান সুহান,যুগ্ম সাধারন সম্পাদক ইমরান আহমদ,অর্থ সম্পাদক এহসানুল হক ফুজায়েল,প্রচার সম্পাদক রায়হান, শফি সহ প্রমুখ।
উক্ত ঈদ উপহার বিতরন কার্যক্রম এ সহযোগিতা করেন, ক্লাবের উপদেষ্টা,মাসুক মিয়া,ইব্রাহীম হামজা,নাজমুল ইসলাম,
মোলাইম খান,শামীম আহমদ, খালেদ খান, মিজান খান, সাবলু খান, সায়েম আহমদ,জহির মিয়া, তাওফিকা ইসলাম,লিপি বেগম,ক্লাবের সহ-সভাপতি ইসমাইল খান,মোস্তাকিম আহমদ।
পরবর্তীতে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব রাধানগর এর সভাপতি রোমান সাদিক এবং প্রতিষ্ঠাতা, সাধারন সম্পাদক রেদওয়ান ইসলাম এর সাথে আলাপ করলে জানা যায় ২০১৩ সাল থেকে এই ক্লাবের যাত্রা শুরু হয়। শুরু থেকেই সমাজ এর অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরন,শীত বস্ত্র বিতরন,কুইজ প্রতিযোগিতা, আযান,ক্বেরাত গজল প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের টুর্নামেন্ট এর আয়োজন সহ নানা ধরনের সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছে এই সংগঠন।