যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব হেলাল তরফদারের যুক্তরাজ্য সফর উপলক্ষে ছয় নং একাটুনা ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের বিশেষ সংবর্ধনা(ভিডিও)

জিবিনিউজ২৪.কম ।।
যুক্তরাষ্ট্র যুবলীগের সহ সভাপতি,প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সভাপতি, মৌলভীবাজর জেলা সোসাইটির অর্থ সম্পাদক সাবেক যুক্তরাষ্ট্র জালালাবাদ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলার কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব হেলাল তরফদারের যুক্তরাজ্যে সফর উপলক্ষে ঐতিহ্যবাহী ছয় নং একাটুনা ইউনিয়নের ইউ কে প্রবাসীদের পক্ষে থেকে সম্মাননা প্রদান করা হয়েছে , উক্ত সভায় উপস্থিত ছিলেন সর্বজনাব সাহাজান আহমদ, লাবলু মিয়া, কাজল রশীদ, মিটুন আহমদ, সালামত মিয়া, জায়েদ আহমদ, জুবের মিয়া, সালামত মিয়া, শিপু সানি, ও রাসেল খাঁন |