লন্ডনে রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবের সভা অনুষ্ঠিত

জিবি নিউজ24 ডেস্ক //
রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে গত ১৭ই ডিসেম্বর পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলস্থ এক রেস্টুরেন্টে “ক্রিকেট টিম“ এর জন্য নতুন কমিটির পরিচয়পূর্বক এক সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় খেলোয়াড়, স্পন্সর সহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
আব্দুস সালামের সভাপতিত্বে এবং সম্পাদক জাবের আহমেদ রুহেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি পাবেল চৌধুরী, সহ-সম্পাদক মোঃ জামিউর রহমান শাওন, পরিচালক এবং এডমিন মির্জা জুনাক, ম্যানেজার আজহার ইসলাম আদনান, দলনেতা এবং কোষাধক্ষ মুশায়েক রহমান, অর্গানাজার এবং সহ-দলনেতা জাহিদুর রহমান, প্রচার অফিসার টানেল মিয়া এবং কোচ ফয়সল আহমেদ সহ অন্যান্যরা। কমিটির অন্য সহ-সভাপতি পাপ্পু দাস ব্যাক্তিগত কাজে লন্ডনের বাহিরে অবস্থান করায় সভায় উপস্থিত হতে পারেননি। ব্যাক্তিগত ম্যাসেজের মাধ্যমে তিনি দুঃখ প্রকাশ করে সভার সাফল্য কামনা করেন।
শুরুতেই কুরআনে পাক থেকে তিলাওয়াত করেন জাহিদুল ইসলাম। সভায় সকলেই টিমের একতা, একক কোন সিদ্ধান্ত গ্রহণ না করা এবং খেলোয়াড়দের মধ্যে যে কোন সমস্যায় টিম ম্যানেজমেন্টের সাথে সরাসরি আলোচনা করার বিষয়ে আহবান জানান।