বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৩ আগষ্ট) সকালে উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কাউন্সিলের সদস্য সাখাওয়াত হাসান জীবন, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহ- সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতা সিদ্দিকী, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সহ আরো অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “বিগত সরকারের আমলে জনগণের টাকা পাচার করে কানাডা, দুবাই, মালয়েশিয়ায় ঘর-বাড়ি করা হয়েছে। আমরা চাই না, সেই রকম সুযোগ আর কেউ পাক। সে জন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।
বহুল প্রত্যাশিত সম্মেলনে সভাপতি পদে সৈয়দ মতিউর রহমান পিয়ারা (দোয়াত-কলম)
মার্কা নিয়ে ৪৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,
সহ- সভাপতি পদে বৈয়ত উল্লাহ (জগ) মার্কা নিয়ে ৪৫৮ ভোট, সাধারণ সম্পাদক পদে মো: আব্দুল মজিদ (মাছ) মার্কা নিয়ে ৪০৫ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অলিউর রহমান ওলি (কলস) মার্কা নিয়ে ৪০৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে এডভোকেট সাহেদ তালুকদার (টেবিল) মার্কা নিয়ে ২৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কাউন্সিলে ৯২৩ জন ভোটারের মধ্যে ৮০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুপুর ১২টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৫টি পদের বিপরীতে ১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন