সুনামধন্য নবীগঞ্জ পৌরসভায় পাবলিক টয়লেট (সুচাগার) প্রচন্ড অভাব, জনসাধারণের মধ্যে চাপা ক্ষোভ

gbn

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ পৌরসভায় পাবলিক টয়লেটের অভাবে জনসাধারণের চাপা ক্ষোভ। 

জানাযায়, ১৯৮৬ সালে যখন হুসাইন মোহাম্মদ এরশাদ সরকার ক্ষমতায় ছিলেন, তখন পুরো দেশে চালু করা হয় পৌরসভা, এই পৌরসভা হওয়ার পর থেকে এখন পর্যন্ত কত এমপি, চেয়ারম্যান, কাউন্সিলার, মেম্বার এর উত্তান পতন হয়েছে। কিন্তু সত্য কথা হলো পৌরসভার তো এখনও কোন উন্নয়ন হল না। এমন কি একটা পাবলিক টয়লেট করার মতো কারো কোন সুযোগ হলোনা। ফলে, গ্রাম অঞ্চল থেকে অনেক ছেলে, মেয়ে, পুরুষ, মহিলা উপজেলা শহর ও পৌর এলাকায় আসেন জরুরী কাজে। এতে তারা প্রর্সাব পায়খানায় ধরলে কোন বাথরোম না পেয়ে রাস্তার আনাছে কানাছে প্রসাব পায়খানা করতে হয়। ফলে, ঐ পর্সাব পায়খানার দূগন্ধ চতুর দিকে ছড়িয়ে পড়লে চলাচল অনুপযুগী হয়ে পড়ে। 


আগামীতে যে বা যাহারা চেয়ারম্যান, কাউন্সিলার, মেয়র বা এমপি নির্বাচিত হবেন। আপনার আগে এই সকল জিনিসের প্রতি নজর দিয়ে শুরুতে বাথরোমের সু-ব্যবস্থা করবেন। পৌরসভার প্রতিটা রাস্তা ঘাটের অবস্থা খারাপ, বাচ্চার স্কুল, কলেজ ও মাদ্রাসায় আসা যাওয়া করতে নানান সমস্যায় প্রতিনিহতই পড়তে হয়। পৌরসভাকে সঠিকভাবে দাড়া করতে হলে সব সময় নেট ইন ক্লীন রাখতে হবে। 

বিগত দিনে আপনারা চেয়ারম্যান, মেম্বার, কমিশনার হয়েছেন। জনগণের জন্য কি করেছেন? আশানুরুপ চোখে পড়ার মতো কিছুই করেন নি। বিনিময়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। কেউ কেউ পরের বছরই ঝরে গেছেন। এলাকার কোন ঠিকই উন্নয়ন না করলেও আপনাদের উন্নয়ন আপনার করেছেন। 

এ ব্যাপারে অনেকেরই তীক্ত বক্তব্য উঠে এসেছে। উল্লেখযোগ্য ভাবে সময়ের আলো সামাজিক সংগঠনের সভাপতি এ কে আজাদ কনর বলেন,

আমরা নারীর টানে কয়েক বছর পর দেশে আসলে নবীগঞ্জ শহরে ডুকলেই নতুন জামাইর মতো মূখে রোমাল দিয়ে যেতে হয়। এ সব দূগন্ধ যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতি কর ঠিক তেমনি পুরো এলাকা দূগন্ধে দূষিত হয়ে পড়ে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন