নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
নবীগঞ্জে পানি নিস্কাসনের সরকারি খালের উপর পাকা দালান ঘর নির্মান করায় অবৈধ দখলদারের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ। গত ৫ই আগস্ট দেশটা স্বাধীন হলেও দূর্নীতিবাজ ও ঘুষখোর কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে থাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে কোন কিছু করা সম্ভব হচ্ছেনা। বরং ঘুষখোরদের সহযোগীতায় বহাল তবিয়তে রয়েছে অবৈধ দখলদার লন্ডন প্রবাসী প্রকাশ উদ্দিন ওরপে ফরাস।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের পিরোজপুর মৌজার ১নং খতিয়ানের ১১৯৫ নং দাগের সরকারি খাল (ভূমি) বৃদ্ধমান রয়েছে। কিন্তু সরকারি খালের ভূমি ভরাট করে ঐ গ্রামের প্রকাশ উদ্দিন ওরপে ফরাস জবরদখল করে বহুতল বিশিষ্ট বিল্ডিং নির্মান করে অবৈধভাবে দখলে আছে। উক্ত পানি নিস্কাসনের পথ বন্ধ করে এবং খালের উপর সাকু দিয়ে যাতায়াতকারী লোকজনের রাস্তা বন্ধ হয়ে যায়। বিপদগ্রস্ত হয়ে পড়ায় গ্রামবাসীর পক্ষ থেকে ঐ গ্রামের এখলাছ বিবি বাদী হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেন। যার স্বারক নাম্বার ০৫.৪৬.৩৬০০.০১৮.০৬.০০১.২৫.১১০। গত ১১ ফেব্রুয়ারী ২০২৫ ইংরেজী মর্মে আবেদনের প্রেক্ষিতে উল্লেখিত তফশিল ভূমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও বিবাদিগনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার সুপারিস করা হয়। কিন্তু অবৈধ দূর্নীতিবাজ কর্মকর্তারা কালো টাকার বিনিময়ে দখল উচ্ছেদ না করে এযাবৎ পর্যন্ত বিশাল অট্টালিকা বহাল তবিয়তে আছে। এলাকাবাসীর কোন অভিযোগই দূর্নীতিবাজ কর্মকর্তারা আমলেই নিচ্ছেননা। বাংলাদেশটা গত ৫ই আগস্ট স্বাধীনতা অর্জন করলেও ফ্যাসিস দূর্নীতিবাজদের নিয়োগকৃত অফিসাররা এখনও বাংলাদেশটাকে পরাধীনতার শৃখলে বন্ধি রেখেছে। তাই এলাকার মানুষ সংশ্লিষ্ট অভিযোগের পূর্ণ তদন্তক্রমে ভূমি খেকোদের উচ্ছেদ করে সরকারি খালকে মুক্ত করতে আকুল আবেদন জানান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন