তিনবার পিছিয়ে পড়েও জয়, কোপায় টানা পঞ্চম শিরোপা ব্রাজিলের

gbn

নারীদের ফুটবলে এমন থ্রিলার ম্যাচ দেখতে হলে ভক্তদের নিশ্চয়ই অনেকদিন অপেক্ষা করতে হবে। কেননা নারীদের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের পুরোটা সময় জুড়েই ছিল চরম উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে তিনবার পেছনে ফেলেছে কলম্বিয়া। তবে শেষ রক্ষা হয়নি কলম্বিয়ার। তিনবার পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে এবারও সোনালী শিরোপা জিতেছে অভিজ্ঞতায় ভরপুর ব্রাজিল।

এ নিয়ে টানা পঞ্চমবার কোপা আমেরিকার শিরোপা জিতলো ব্রাজিল। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া নারী কোপার ১০টি আসরের মধ্যে ৯টিতেই চ্যাম্পিয়ন হলো ব্রাজিলিয়ান মেয়েরা। কেবল একবার এই শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ২০০৬ সালে ব্রাজিলকে হারিয়ে।

 

শনিবার রাতে ইকুয়েডরের কুইটো শহরের রোদ্রিগো পাজ ডেলগাডো স্টেডিয়ামে ম্যাচের মূল সময়ের খেলা শেষ হয় ৪-৪ সমতায়। এরপর টাইব্রেকারে কলম্বিয়াকে ৫-৪ গোলে হারায় ব্রাজিল।

এই ম্যাচে কলম্বিয়া তিনবার লিড নেয়, তবে প্রতিবারই ব্রাজিল সমতা ফিরিয়ে আনে। ব্রাজিলের কিংবদন্তি মার্তা শেষ মুহূর্তে গোল করে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যান।

 

১০৫ মিনিটে মার্তা আবারও গোল করলে মনে হচ্ছিল ব্রাজিল জিতেই গেছে। কিন্তু কলম্বিয়া আবারও সমতায় ফিরলে নাটকীয়তা আরও বাড়তে থাকে। লেইসি সান্তোসের অসাধারণ ফ্রি-কিকে ১১৫ মিনিটে স্কোরলাইন ৪-৪ করে ফেলে তারা। ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত অভিজ্ঞতায় এগিয়ে থাকা ব্রাজিলই জয় পায়।

ম্যাচের শুরুতেই দুই দল সুযোগ তৈরি করলেও ২৫ মিনিটে কলম্বিয়া লিড নেয়। লিন্ডা কাইসেডো এক চমৎকার পাসিং মুভ শেষ করে কাছ থেকে নিখুঁত শটে গোল করে লিড এনে দেন।

ব্রাজিল প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ১-১ সমতা ফেরায়। অ্যাঞ্জেলিনা পেনাল্টি থেকে গোল করেন।

 

৬৯ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার তারসিয়ানে দুর্ঘটনাবশত আত্মঘাতী গোল করলে কলম্বিয়া আবারও এগিয়ে যায়। তারসিয়ানে সাধারণ একটি ব্যাকপাস দেন। কিন্তু গোলকিপার লোরেনা বল ধরতে আগে থেকেই এগিয়ে আসায় সেটি গোল হয়ে যায়।

৮০ মিনিটে গারবেলিনির পাস থেকে গুটিয়ারেস একটি দুর্দান্ত শটে গোল করে আবারও ব্রাজিলকে সমতায় ফেরান (২-২)। কিন্তু এরপর মাত্র ৮ মিনিটের ব্যবধানে কলম্বিয়ার মায়রা রামিরেজ তৃতীয়বারের মতো লিড এনে দেন।

কলম্বিয়া যখন তাদের প্রথম মহাদেশীয় শিরোপার একেবারে কাছাকাছি, তখন বদলি হিসেবে নামা ব্রাজিলের অভিজ্ঞ ফুটবলার মার্তা অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে দুর্দান্ত এক গোল করে আবারও সমতা ফেরান (৩-৩)।

 

১০৫ মিনিটে অ্যাঞ্জেলিনার একটি নিখুঁত ক্রস থেকে মার্তা আবারও গোল করেন। কিন্তু ১১৫ মিনিটে কলম্বিয়ার লেইসি সান্তোস চমৎকার ফ্রি-কিকে স্কোরলাইন ৪-৪ করে দেন।

টাইব্রেকারেও ছিল উত্তেজনার ছোঁয়া। ব্রাজিলের অ্যাঞ্জেলিনা প্রথমে মিস করলে কলম্বিয়া এগিয়ে যায়। কিন্তু পরে মানুয়েলা পাভি ব্যর্থ হন এবং গোলকিপার লোরেনা লেইসি সান্তোসের শট ঠেকিয়ে দেন, ফলে ব্রাজিল আবারও সুবিধাজনক অবস্থানে চলে যায়।

মার্তার কাছে ছিল ম্যাচ জেতানোর সুযোগ। কিন্তু ক্যাথরিন তাপিয়া তার শট রুখে দিলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানে ক্যারাবালির মিস কলম্বিয়ার শিরোপা স্বপ্ন ভেঙে দেয় এবং ব্রাজিলকে নবমবারের মতো চ্যাম্পিয়ন বানায়।

জিবি নিউজ24ডেস্ক//

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন