বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেলেন শিক্ষক ফারজানা ইয়াসমিন

gbn

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষক ফারজানা ইয়াসমিন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ দুর্ঘটনায় আহত ৩২ জন এখনো চিকিৎসাধীন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ছাড়পত্র পাওয়া ফারজানা ইয়াসমিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তার শরীরে ৭ শতাংশ দগ্ধ ছিল।

 

বুধবার (৩০ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, ফারজানা ইয়াসমিন নামের এক শিক্ষককে ছাড়পত্র দেওয়া হয়েছে।

 

এর আগে আরও চারজনকে ছাড়পত্র দেওয়া হয়। বিমান দুর্ঘটনায় আহত ৩২ জন রোগী এখনো ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে। একজনকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে এইচডিইউতে ১২ জন ও কেবিনে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১৫৮টি ছোট-বড় অস্ত্রোপচার করা হয়েছে ও ১৪ জন রোগীর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গত তিন দিন ধরে কোনো নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আজকের পর থেকে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে না। প্রতিদিনের চিকিৎসা সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

 

 

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন, যাদের অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন