টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৮, নিখোঁজ ৭৮

gbn

যুক্তরাষ্ট্রের টেক্সাস   অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। স্থানীয় সময় শুক্রবার আকস্মিক বন্যা আঘাত হানার পর থেকে এখনো নিখোঁজ রয়েছে আরও ৪১ জন। খবর বিবিসি, এএফপি।

কের কাউন্টিতে ২৮ শিশুসহ ৬৮ জন নিহত হয়েছে। সেখানে নদীর ধারে অবস্থিত একটি সামার ক্যাম্প প্লাবিত হয়েছে। ক্যাম্প মিস্টিক নামের ওই সামার ক্যাম্পের ১০ জন মেয়ে এবং একজন কাউন্সেলর এখনো নিখোঁজ রয়েছেন।

 

কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ওই অঞ্চলে আরও ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এতে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হতে পারে। উদ্ধারকর্মীরা কাদা এবং ধ্বংসাবশেষ থেকে লোকজনকে খুঁজে বের করার চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে বিষাক্ত সাপের মুখোমুখি হতে হচ্ছে তাদের।

গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, আমাদের মূল লক্ষ্য এখন নিখোঁজদের উদ্ধারে অব্যাহত ও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া। অনেক এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও অবস্থা এখনো সংকটজনক।

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অ্যাবট কর্তৃক ঘোষিত ফেডারেল দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছে, যার মাধ্যমে টেক্সাসে ত্রাণ পাঠানো সহজ হবে।

 

 

 

যদিও চলতি বছর ট্রাম্প প্রশাসন কয়েকটি অনুরোধ প্রত্যাখ্যান করে রাজ্য সরকারগুলোর ওপর দায়িত্ব চাপানোর নীতি নিয়েছিল, তবে এবার টেক্সাসে কেন্দ্রীয় সহায়তা পাঠানো হচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন