তানজিন তিশার ২৫ লাখ টাকার চ্যালেঞ্জ

gbn

জায়েদ খানের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনেত্রী তানজিন তিশা বেশ আলোচনায় এসেছেন। এতে তিনি ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ের পাশাপাশি তার বিয়ে, সন্তান থাকা নিয়ে কথা বলেছেন। জায়েদ খানের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি গতকাল (৫ জুলাই) তিশা সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি জনিয়েছেন, তার সন্তান আছে- এটা প্রমাণ করতে পারলে তাকে ২৫ লাখ টাকা দেবেন। এমনটা চ্যালেঞ্জ দিয়েছেন এ অভিনেত্রী।

জায়েদ খানের অনুষ্ঠানে হাজির হয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান তানজিন তিশা। এমন কথার পরিপ্রেক্ষিতে জাওয়াদ নির্ঝর তিশার সন্তানের ছবি দাবি করে কিছু ছবি প্রকাশ করেছেন। যা তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। শনিবার (৫ জুলাই) জাওয়াদ নির্ঝর তিনটি ছবি প্রকাশ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, এটি তিশার সন্তানের ছবি।

 

তানজিন তিশার ২৫ লাখ টাকার চ্যালেঞ্জ

নির্ঝর ছবিগুলো প্রকাশ করে লিখেছেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে। অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা। যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করছেন।’

 

 

তিনি আরও লেখেন, ‘সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো। তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে। তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেন। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম।’

অভিনেত্রী তানজিন তিশা এরপরই তার সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে চ্যালেঞ্জ করেছেন। এ অভিনেত্রী জানিয়েছেন, তার সন্তান আছে এটা প্রমাণ করতে পারলে ২০ হাজার ডলার দেবেন। তিনি তার ফেসবুকে লেখেন, ‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেই সব অসভ্যদের বলছি- এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা) ভিক্ষা দিব। যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন