গোলাপগঞ্জ সংবাদদাতা //
সিলেট-আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন বলেছেন, ‘গত আওয়ামী লীগ সরকার টানা ১৭ বছর এদেশের মানুসষের উপর জুলুম-নির্যাতন করেছে। আয়নাঘর সৃষ্টি করে তাদের মতবিরোদীদের বন্ধী করে রেখেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি করেছে। মানুষের বাক স্বাধীনতা হরন করে গলাটিপে হত্যা করেছে। কতা বলার কোনো স্বাধীনতা ছিল না। সকল ক্ষেত্রে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। টানা ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষের ভোটাধিকার হণন করা হয়েছে। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কোন উন্নয়ন হয়নি। আমার প্রয়াত বাবা সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া এই আসনের দুইবার এমপি ছিলেন। সে সময় কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি ছিল না।
তিনি বলেন, ‘গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী অনেক ভালবাসতো আমার বাবাকে। এজন্যই তিনি এই দুই উপজেলায় মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন। শিক্ষার প্রসারের জন্য নিজের উদ্যোগে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছেন। অনুদান দিয়েছেন মসজিদ-মাদ্রাসা, স্কুল, কলেজসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে। তার চিন্তাধারা ছিল এই উপজেলার মানুষ যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। কিন্ত আমার বাবা মারা যাওয়ায় কারণে অনেক স্বপ্ন রয়ে গেছে। আমি এই দৃষ্টিকোণ থেকে সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন এনিয়েই প্রতিদ্বন্দ্বীতা করবো।’ তিনি বলেন, ‘বাঘা থেকে উপজেলা সদরের জন্য সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণের জন্য প্রাণপণ চেষ্টা করে যাবো। যাতে বাঘা ইউনিয়নবাসীর যোগাযোগ ব্যবস্থা একেবারে সহজ হয়ে যায়।’
তিনি বৃহস্পতিবার রাতে উপজেলা বাঘা ইউনিয়নে সোনাপুর বাজারে আয়োজিত বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাঘা ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠন এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম। সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুলের এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি আব্দুল কাদের সেলিম, লক্ষীপাশা ইউনিয়নর বিএনপির সাধারণ সম্পাদক ফঝরুল ইসলাম, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, বাঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জালা আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনা মিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, জুবের আহমদ, খলিল আহমদ, অভি আহমদ, তাজুল ইসলাম, মিনাল চন্দ্র দে ও মিজানুর রহমান।
এর আগে বাঘা ইউনিয়নের আগলছপুরে উঠোন বৈঠকে যোগ দেন সৈয়দা আদিবা হোসেন। এরপর পরগনা বাজারে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন তিনি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন