শ্রীমঙ্গল প্রতিনিধি //
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শ্রীমঙ্গল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও কোরআন খতমের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন শ্রীমঙ্গল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী।
১৫ আগস্ট (শুক্রবার) বাদ জুমা শ্রীমঙ্গল কেন্দ্রীয় জামে মসজিদে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জরিপ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.ইয়াকুব আলী, জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদারসহ অনেকে।
এছাড়াও জেলার বিভিন্ন মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন