জঙ্গিদের টার্গেট, কপিল শর্মার নিরাপত্তা বাড়াল মুম্বাই পুলিশ

gbn

জঙ্গিদের লাগাতার টার্গেটে থাকা ভারতীয় কৌতুকাভিনেতা কপিল শর্মার নিরাপত্তা বাড়াল ভারতের মুম্বাই পুলিশ। কানাডার সারে-তে তাঁর মালিকাধীন ‘ক্যাপস ক্যাফে’-তে এক মাসের মধ্যে দু-দুবার গুলি চালিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর সদস্যরা। এমনকি মুম্বাইতেও কপিলের ওপরে একে-৪৭ দিয়ে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।

জঙ্গিদের ওই হুমকির প্রেক্ষিতেই জনপ্রিয় কৌতুকাভিনেতার নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই পুলিশ।

আজ সোমবার (১১ অগস্ট) মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কানাডার ক্যাফেতে হামলার পর যেভাবে কুখ্যাত গ্যাংস্টার হ্যারি বক্সার মুম্বাইতে কপিলের ওপরে হামলার হুমকি দিয়েছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 


 

সম্প্রতি ব্যবসায় নেমেছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মা। নিজে পাঞ্জাবি হওয়ায় সম্প্রদায়ের কথা ভেবে কানাডায় খুলেছেন ‘ক্যাপস ক্যাফে’। যদিও অভিনয় ও টিভি শো নিয়ে চরম ব্যস্ত থাকায় ওই ব্যবসা নিজে দেখতে পারেন না কপিল।

তাঁর স্ত্রীই ব্যবসা দেখাশোনা করেন। গত ৯ জুলাই ভোরের দিকে প্রথমবার কপিলের ক্যাফেতে হামলা চালায় দুষ্কৃতকারীরা। বেশ কয়েকজন দুষ্কৃতকারী গাড়ি চেপে এসে বাইরে থেকে ক্যাফে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ওই ঘটনার দায় স্বীকার করে নিয়েছিলেন খলিস্তানি জঙ্গি হরজিৎ সিংহ লাচ্চি।

ওই ঘটনার রেশ মিটতে না মিটতে কপিলের মালিকাধীন ক্যাফেতে গত বৃহস্পতিবার ৭ আগস্ট ফের গুলি চলেছে।

 

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ওই গুলি চালানোর এক ভিডিও ভাইরাল হয়েছে। অন্ততপক্ষে ২৫ রাউন্ড গুলি চলেছে। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার কপিলের মালিকানাধীন ক্যাপস ক্যাফেতে গুলি চলার ঘটনা ঘটল। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।

কপিলের ক্যাফেতে গুলি চালানোর দায় স্বীকার করে নিয়েছেন কুখ্যাত গ্যাংস্টার গুরপ্রীত সিংহ ওরফে গোল্ডি বিলো। একমাসের মধ্যে ক্যাফেতে দু-দুবার গুলি চলার ঘটনায় খানিকটা আতঙ্কিত হয়ে পড়েছেন কপিল শর্মা। যদিও এ বিষয়ে এখনো তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।

 

কানাডার ক্যাফেতে ৭ আগস্ট হামলার পরের দিন ৮ অগস্ট লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর এক সদস কপিলকে হুমকি দিয়েছিলেন, ‘সালমান খানের সঙ্গে সম্পর্কে ইতি না টানলে এবার মুম্বাইতেই হাম একে-৪৭ দিয়ে ঝাঁজরা করে দেওয়া হবে।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন