ইউক্রেনকে বাদ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে বানানো শান্তিচুক্তি ‘মৃত সমাধান’ ছাড়া আর কিছুই হবে না।
আগামী শুক্রবার আলাস্কায় ট্রাম্প-পুতিনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এটিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন দিক পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখা হলেও জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব কোনো অবস্থাতেই আলোচনার বিষয় হতে পারে না এবং স্থায়ী শান্তির জন্য কিয়েভের সরাসরি অংশগ্রহণ অপরিহার্য।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনকে ছাড়া নেওয়া যেকোনো সিদ্ধান্ত শান্তির বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত। ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না।
জেলেনস্কিকে ছাড়াই বৈঠকে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি ইউক্রেনের শান্তি প্রক্রিয়ায় বাদ পড়ার আশঙ্কা বাড়িয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ এই সম্মেলনের স্থান ও সময় নিশ্চিত করে বলেন, দুই দেশের নেতা বেরিং প্রণালীর ওপারে দেখা করবেন, যা ‘যুক্তিসংগত’।
তিন বছর ধরে চলমান এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। মস্কো ও কিয়েভ শান্তি চুক্তির শর্ত নিয়ে গভীরভাবে বিভক্ত থাকায় এখনো যুদ্ধের অবসান হয়নি। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চুক্তিতে ‘কিছু এলাকা বিনিময়’ থাকতে পারে, তবে বিস্তারিত কিছু জানাননি।
অন্যদিকে, ইউক্রেনে রুশ ড্রোন হামলা অব্যাহত রয়েছে; খেরসন ও জাপোরিঝিয়া এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনও বহু রুশ ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন