জিবি নিউজ প্রতিনিধি//
মেরুদণ্ড ক্ষত রোগে আক্রান্ত বেড়ী গ্রামের দুই সন্তানের জননী ঋতু রাণী দাসকে বাঁচাতে সমাজের সহৃদয়বানদের কাছে সহায়তা চেয়েছে তার পরিবার।
ঋতু রাণী দাস জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর থানার হলদিপুর ইউনিয়নের বেড়ী গ্রামের সমীরণ দাসের স্ত্রী।
ঋতু রাণী দাসের স্বামী পেশায় একজন দিনমজুর। স্ত্রীর চিকিৎসায় নিজের সহায় সম্বল যা কিছু ছিলো তিনি বিক্রি করে দিয়েছেন তাই এখন চিকিৎসার খরচ চালানোর ক্ষমতা আর তার নেই। ঋতু রাণী দাস বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিচ তলায় ২৬ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
তার চিকিৎসার জন্য প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এই চিকিৎসা ব্যয় বহন দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়।
তাই ঋতু রাণীকে সরকারসহ সমাজের সহৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করছি।
সাহায্য পাঠানোর জন্য অ্যাকাউন্ট নম্বর পূবালী ব্যাংক, এছাড়া, বিকাশ পারসোনাল (০১৭২৯ ৯২৩৫৭৮)।
(পুবালী ব্যাংক পিএলসি, মহিলা কলেজ ব্রাঞ্চ, সিলেট। সেভিংস একাউন্ট নাম্বার: ৫৩৪১১০১০১২০১৬)।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন