নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এখন সময়ের দাবি: বিএসআরইএ

gbn

জ্বালানি খাতের নিরাপত্তা ও স্থায়িত্বের ভিত্তি তৈরিতে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এখন সময় দাবি। আর তা বাস্তবায়নে সরকারের উদ্দেশ্যে বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরেছে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি (বিএসআরইএ)।

শনিবার (৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরা হয়।

 

বক্তারা বলেন, দেশের প্রাকৃতিক গ্যাস দিন দিন কমে যাওয়ায় জ্বালানি খাত আমদানিনির্ভর হয়ে পড়ছে, যা বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি করছে। সুতরাং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এখন সময়ের দাবি। আমরা একটি স্থিতিশীল বিনিয়োগ বান্ধব পরিবেশ চাই। যেখানে আন্তর্জাতিক ও দেশীয় বিনিয়োগকারীরা আস্থা পাবে এবং দেশের নবায়নযোগ্য জ্বালানি খাত একটি নির্ভরযোগ্য ভবিষ্যৎ গন্তব্য হিসেবে গড়ে উঠবে।

সংগঠনটি বেশ কিছু সুপারিশ তুলে ধরে। সেগুলো হলো-

 

১. সরকার এরই মধ্যে ৫৫টি নতুন সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করেছে- এটি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। তবে লক্ষণীয় যে, এসব প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ আশানুরূপ নয়। কিছু প্রকল্পে মাত্র একজন দরদাতা অংশ নিয়েছেন, আবার কিছুতে কেউই আগ্রহ দেখাননি। পূর্বে ৩৭টি সৌর প্রকল্প বাতিল হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এইসব বাতিলকৃত প্রকল্পে এরই মধ্যে ৩০০ মিলিয়ন বিনিয়োগ করেছে। তাই বাতিলকৃত প্রকল্পগুলো পুনঃবিবেচনা করতে হবে।

২. ওপেক্স বিনিয়োগের ক্ষেত্রে কর-সুবিধা নিশ্চিত করতে হবে, যেন বিদ্যুৎ উৎপাদনকারীরা দীর্ঘমেয়াদে সাশ্রয়ী মূল্যে এবং কার্যকরভাবে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে পারে।

৩. সোলার ইকুইপমেন্টে উচ্চ হারে শুল্ক বিদ্যমান রয়েছে, সেগুলো কমিয়ে একীভূত ও সহায়ক শুল্ক কাঠামো তৈরি করা।

 

৪. নেট মিটারিং প্রক্রিয়া স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করা।

৫. লিথিয়াম আয়ন ব্যাটারির সেল আমদানির ওপর বিদ্যমান করহার কমানো হোক।

৬. হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সব ছাদে সোলার প্যানেল স্থাপন নিশ্চিতে মন্ত্রণালয়ের অধীনে পৃথক সেল তৈরি করা।

 

 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আতাউর রহমান সরকার রোজেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহিদুল আলম, আবু তাহের, শেখ মোহাম্মদ রুহুল আমিন, ফাইনান্স ডিরেক্টর নিতাই পদ সাহাসহ আরও অনেকে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন