হাসপাতালে স্বস্তিকা, কী হয়েছে অভিনেত্রীর

gbn

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত নতুন সিনেমার কাজ শুরু করেছিলেন। এর মাঝেই হঠাৎ বিপত্তি ঘটে যায়। গুরুতর অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অভিনেত্রীর চোখে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে বলে একটি সূত্র জানাচ্ছে।

জুন মাসে উইন্ডোজ প্রোডাকশন হাউজের সঙ্গে শুরু করেছিলেন ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার দৃশ্যধারণের কাজ। নতুন কাজ নিয়ে বেশ উৎসাহী ছিলেন স্বস্তিকা। ভারতের উত্তরবঙ্গে ভরা বর্ষায় চলছিল সিনেমার শুটিং। হঠাৎ শুটিংয়ের মাঝেই চোখে ব্যাপক যন্ত্রণা শুরু হয় অভিনেত্রীর। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী জানিয়েছেন নিজের শারীরিক অবস্থার কথা। তিনি জানিয়েছেন মারাত্মক ক্ষতি হয়েছে কর্নিয়ায়। রীতিমতো যন্ত্রণায় কাতর অভিনেত্রী।

 

এদিন এই পোস্টে স্বস্তিকা আরও লেখেন, ‘আমি জানতাম যা হয় তা ভালোর জন্যই হয়। কিন্তু গতকাল আমার নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’র শুটিং চলাকালীন আমি মারাত্মক যন্ত্রণায় ছটফট করতে শুরু করি। সঙ্গে সঙ্গে আমাকে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি কর্নিয়া ড্যামেজের মতো সমস্যার সঙ্গে লড়াই করছি। কীভাবে এই অবস্থা হল আমি জানি না। আমি দুনিয়ার সবথেকে বড় সমস্যার সঙ্গে লড়াই করছি।’

 

স্বস্তিকা আরও লেখেন, ‘আমি আমার নতুন সিনেমার সব সহ-অভিনেতা, অভিনেত্রীকে ধন্যবাদ জানাবো এই পরিস্থিতিতে আমাকে সহযোগিতা করার জন্য। সিনেমাটি আমার কাছে ভীষণ স্পেশাল, এবং আমি এটাকে আরও বেশি স্পেশাল করে তুলতে চাই যে কোনো পরিস্থিতিতেই। এ সিনেমার নির্মাতা, প্রযোজক প্রত্যেকেই আমার সঙ্গে ভীষণ সহযোগিতা করছেন। আমার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই শুটিংয়ের প্ল্যান করছে সিনেমার নির্মাতা ও প্রযোজক। আমি যথাসম্ভব আমার চোখের যত্ন নেওয়ার পাশাপাশি সঠিকভাবে শুটিং চালিয়ে যাওয়ারও চেষ্টা করছি।’

 

এবার উইন্ডোজের প্রথম হরর কমেডি সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এ সিনেমায় অভিনয় করছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, শ্রুতি দাস প্রমুখ। অরিত্র মুখোপাধ্যায় সিনেমাটি নির্মাণ করছেন।

 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন