কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি শুরু

gbn

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের পথে। নির্বাচন কমিশনের (ইসি) পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ভোর থেকে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছেছে ব্যালট পেপার।

রবিবার (৭ জানুয়ারি) ভোর ৪টা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিতে শুরু করেন। ইসির সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে থেকে এসব ব্যালট সরবরাহ করা হয়।

 

এর আগে ১৮ ডিসেম্বর একটি প্রজ্ঞাপনে, স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসি। ফলে দেশে প্রথমবারের মতো ভোটের দিন কেন্দ্রে পৌঁছাল ব্যালট পেপার। আগের সব সংসদীয় নির্বাচনগুলোতে ভোটের আগের দিন ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছিল।

ইসির ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ৯৩ শতাংশ কেন্দ্রে অর্থাৎ ৪২ হাজার ২৫টির মধ্যে ৩৯ হাজার ৬১টি ভোটকেন্দ্রে সকালে ব্যালট পেপার পৌঁছানো হবে।

তবে তবে দুর্গম এলাকায় ব্যালট আগের দিনই (৬ জানুয়ারি) পৌঁছানো হয়।

 

ব্যালট ছাড়াও ভোটগ্রহণের অন্যান্য উপকরণও আগের দিন ভোটকেন্দ্রে পৌঁছেছে। শনিবার ভোটগ্রহণে স্বচ্ছ ব্যালটবক্স, সিলসহ বিভিন্ন উপকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

২০১৮ সালের নির্বাচনের পরে বিরোধীদলগুলো অভিযোগ তুলে যে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল।

২০১৯ সালের জানুয়ারিতে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনে অভিযোগ করে যে নির্বাচনের আগের রাতেই ৩০ থেকে ৬০ শতাংশ ভোট পড়েছে।

 

এরই পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল ভোটের দিন সকালে ব্যালট পৌঁছানোর কথা বলেছিলেন। তার মতে, ‘অনেকের কাছ থেকে এই দাবি এসেছিল এবং এতে স্বচ্ছতা বাড়বে।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন