অগ্রিম টিকিট বিক্রিতে তুমুল সাড়া পাচ্ছে ‘লিও’

gbn

বিজয়ের আসন্ন তামিল চলচ্চিত্র লিও-এর অগ্রিম বুকিং শুরু হয়েছে শুক্রবার। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর একটি প্রতিবেদন অনুসারে, সিনেমাটি ইতিমধ্যেই ১.২ কোটি মূল্যের অগ্রিম বুকিংয়ের রেকর্ড করেছে। লিও মুক্তি পেতে আরও পাঁচ দিন বাকি। তাই বুকিংয়ের সংখ্যাটা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে যে শুক্রবার লিও-এর ৪৪৬টি তামিল শো-এর জন্য ৬৪২২৯ টি টিকিট বিক্রি হয়েছে। যার আনুমানিক মুল্য ১.২০ কোটি রুপি৷ প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, চেন্নাই শহর থেকে ৭০ শতাংশ অগ্রিম বুকিং পাওয়া গেছে। মাদুরাই, যেখানে ‘লিও’র ট্রেলার অনেক ধুমধাম করে উন্মোচন করা হয়েছিল, অগ্রিম বুকিংয়ে ৩৪ শতাংশ শেয়ার রেকর্ড করেছে।

1

বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রকাশ হয়েছে ‘লিও’র ট্রেলার।

ট্রেলারটি দর্শকদের ‘লিও’র জগতের ভয়ানক অ্যাকশনের আভাস দিয়েছে। প্রকাশের পরপরই তুমুল সাড়া পেয়েছে ট্রেলারটি। থালাপতি বিজয় অভিনীত ‘লিও’ নতুন করে উন্মাদনা তৈরি করেছে ভক্তদের মাঝে। ট্রেলারে বিজয়ের চরিত্র এবং সিনেমার প্লট সম্পর্কে বিশদ ধারনা পাওয়া না গেলেও পরিচালক মারকাটারি অ্যাকশনে বুদ রেখেছেন অনুরাগীদের।

 

লিও সহ-প্রযোজনা করেছে এসএস ললিত কুমারের সেভেন স্ক্রিন স্টুডিও এবং জগদীশ পালানিসামি। লিওর সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। ট্রেলারেই দুর্দান্ত সংগীতের আভাস পেয়েছে দর্শকরা।

বিজয় ছাড়াও, লিওতে আরও অভিনয় করেছেন ত্রিশা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, স্যান্ডি এবং মাইস্কিন। ত্রিশা কৃষ্ণানের সঙ্গে ১৫ বছর পর জুটি বেঁধে অভিনয় করলেন বিজয়।

ঘিলি এবং থিরুপাচির মতো চলচ্চিত্রে জুটি বেঁধে কাজ করেছেন দুজন। তাদের সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত কুরুভি’তে।

 

১৯ অক্টোবর মুক্তি পাবে লিও।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন