সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কামরাঙ্গীরচর থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বার ) বিকালে কামরাঙ্গীরচর থানা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কামরাঙ্গীরচর থানা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায করে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্গত কামরাঙ্গীরচর থানা বিএনপি'র নবগঠিত কমিটির আহবায়ক জননেতা মোহাম্মদ নাঈম এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা, ৫৫, ৫৬, ৫৭ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ ও সমর্থকরা ।
জননেতা মোহাম্মদ নাঈম বলেন, "১৯৮৬ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়ার আপোষহীনতা, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সফল নেতৃত্ব, এক এগারো-তে ফখরুদ্দিন মঈনুদ্দিন শাসনামলে তার আপোষহীনতা, এমনকি ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে তিনি আপোষ না করে জেল খেটে এদেশের মানুষের হৃদয়ে যে ভালোবাসার স্থান করে নিয়েছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।"
তিনি আরও বলেন, "নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন। সেকারনে আজদেশের ১৮ কোটি মানুষ তাঁর জন্য কাঁদছে। আপনারা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া অব্যহত রাখবেন এই ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।"

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন