লণ্ডনের কুইন্স পার্কে বসবাসকারী ও মৌলভীবাজার উপজেলার একাটুনা ইউনিয়নের কুইসার সৈয়দ বাড়ির বাসিন্দা সৈয়দ আব্দুল মতিন ( ৮৫) গতকাল ২৯ নভেম্বর শনিবার লণ্ডনের নিজ গৃহে ইন্তেকাল করেছেন ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।মৃত্যুকালে তিনি স্ত্রী ,৫ পুত্র ,এক কন্যা ,নাতি নাতনী ,তিন ভাই ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । সৈয়দ আব্দুল মতিন ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক । ।তিনি ছিলেন কুইসার সৈয়দ বাড়ি ও পীর বাড়ির বাসিন্দা ॥তাঁর পিতা ছিলেন মরহুম সৈয়দ মাহমুদ আলী ও দাদা ছিলেন প্রখ্যাত আলেম হাফেজ মাওলানা সৈয়দ কেরামত আলী। গত ২রা ডিসেম্বর মঙ্গলবার ইষ্ট লণ্ডন মসজিদে নামাজে জানাযা শেষে এসেক্সের কলচেষ্টার রোডের গার্ডেন অব পিসে দাফন করা হয় ।দাফন অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসলমান উপস্থিত ছিলেন । মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন