দাপুটে জয়ে নতুন মৌসুম শুরু চ্যাম্পিয়ন বার্সেলোনার

gbn

দাপুটে জয়ে লা লিগা শিরোপা রক্ষার মিশন শুরু করেছে চ্যাম্পিয়ন বার্সেলোনা। গতকাল শনিবার ২০২৫-২০২৬ মৌসুমের প্রথম ম্যাচে ৯ জনের মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। এই ম্যাচে বার্সার জার্সিতে অভিষেক হয় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কাস র‌্যাশফোর্ডের।

গত মৌসুমে বার্সার আক্রমণভাগে ঝলক দেখানো রাফিনিয়া ও ইয়ামাল মাত্র ৭ মিনিটের মধ্যে আবারও নিজেদের প্রভাব দেখান। ইয়ামালের বাঁকানো ক্রস খুঁজে নেয় ফার পোস্টে দাঁড়ানো রাফিনিয়াকে, যিনি কাছ থেকে মাথা দিয়ে গোল করেন।

 

২৩ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান ২-০ করেন ফেরান তোরেস। তবে এই গোলে আপত্তি ছিল মায়োর্কার। গোলের আগে বল মাথায় লেগে তাদের একজন খেলোয়াড় মাটিতে পড়ে থাকলেও রেফারি খেলা চালিয়ে যেতে দেন। ফেরান গোল করার পরপরই মায়োর্কা খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ করে। যদিও রেফারি নিজের সিদ্ধান্ত আর পরিবর্তন করেননি।

১০ মিনিট পর ইয়ামালকে ফাউল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়োর্কার মানু মোরলানেস। এর আগে বার্সার দ্বিতীয় গোল নিয়ে প্রতিবাদ করার কারণে তিনি প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন।

 

৩৯ মিনিটে দ্বিতীয় ধাক্কা খায় মায়োর্কা। উঁচু বলে লাফ দিয়ে ওঠার সময় স্বাগতিক দলের মুরিকির বাঁ পা গিয়ে লাগে বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়ার মাথায়। প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালেও ভিডিও রিভিউ শেষে সেটি লাল কার্ডে রূপ নেয়। ৯ জনের দলে পরিণত হওয়ায় প্রত্যাবর্তনের আশা শেষ হয়ে যায় স্বাগতিক দলের দর্শকদের।

যোগ করা সময়ে ইয়ামালের চমৎকার শটে গোলবারের উপর কোণে বল জড়িয়ে যায়, তাতে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় বার্সার।

গত মৌসুমে ১০২ গোল করা বার্সা এবার খেলতে নেমেছিল অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কিকে ছাড়া। ইনজুরির কারণে খেলতে পারেননি পোল্যান্ড ফরোয়ার্ড। নবাগত র‌্যাশফোর্ড ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন