এবার গোল্ডেন ভিসা অর্জন করলেন বাংলাদেশী মেধাবী ছাত্রী(কাজিন সিস্টার) রিহাম

gbn

মোহাম্মদ সেলিম || আরব আমিরাত প্রতিনিধি ||

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বিশিষ্ট সমাজসেবী,ব্যবসায়ী ও সংগঠক এস এম রফিকুল ইসলামের বড় মেয়ে রোয়েদা ইসলাম রিহাম মেধাবী ছাত্রী ক্যাটাগরিতে আরব আমিরাত সরকার ঘোষিত ১০ বছর মেয়াদী এই গোল্ডেন ভিসা অর্জন করেন।

শুক্রবার (১৩ জুন) রাজধানী আবুধাবীতে এ সম্মানে ভূষিত হন। রিহাম আবুধা বীর আল নাহাদা স্কুল অ্যান্ড কলেজ হতে গত বছর (২০২৪ সালের)এইচএসসি পরী ক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন।

বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কম্পিউ টার ইঞ্জিনিয়ার নিয়ে পড়ালেখা করছেন। তার এই অর্জনের মধ্যদিয়ে পিতামাতা,বন্ধবাধব, আত্বিয়-স্বজন গর্বিত এবং আমিরাতে প্রবাসীদের মাঝে দেশের ভাবমূর্তিতে ইতিবাচক প্রভাব পড়েছে।

রিহাম চট্টগ্রামের রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের অধিবাসী প্রয়াত নুরুল ইসলামের দ্বিতীয় সন্তান এস এম রফিকুল ইসলামের বড় মেয়ে। তারা ২ বোন। রিহামের একমাত্র ছোট বোন রাসমিয়া ইসলাম আবুধাবী ইসলামিয়া ইংলিশ স্কুলের মেধাবী ছাত্রী (পঞ্চম শ্রেণি) অধ্যয়ন করছে।যেই কিনা পরপর দুইবার স্কুল ভিত্তিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে।

রিহাম তার সফলতার পিছনে তার মা মিসেস রোকেয়া বেগম,বাবা রফিকুল ইসলাম ও শিক্ষকদের ভূমিকা অন্যতম বলে জানান।তিনি তার সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে পারার জন্য সবার নিকট দোয়া কামনা করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন