জিবিনিউজ24ডেস্ক//
রণবীর কাপুরের সঙ্গে দীপিকার সম্পর্কের সমীকরণটা যে ঠিক কীভাবে বদলে ছিল তা সকলেরই জানা। কিন্তু সেই সাবেক প্রেমিকের ভাইদের সঙ্গেই ঘনিষ্ট দীপিকা! ছবি শেয়ার করতেই তা মেনে নিতে পারলেন না অনেকেই।
‘পদ্মাবত’ ছবি যখন বিস্তর সাফল্য লাভ করলো বক্স অফিসে তখনই পার্টিতে সামিল হয়েছিলেন রণবীর কাপুরসহ তার দুই ভাইও। দীপিকার সঙ্গে এদিন তারা চেনা ছন্দেই মেতে উঠেছিলেন। হাতে গ্লাস, চোখ ঢুলু ঢুলু, রণবীরের ভাইদের গায়ে ঢলে পড়লেন দীপিকা।
এতেই বিপত্তি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই দীপিকাকে নিয়ে রাগে ফেটে পড়ে নেটিদুনিয়া। রণবীরের ভাইদের সঙ্গে এতো ঘনিষ্ট। মাতাল থেকে শুরু করে নানা নানা অশ্লীল মন্তব্য ভরে ওঠে কমেন্ট বক্স। মুহূর্তে ভাইরালও হয় এ ছবি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন