মৌসুমে প্রথমবার ‘বড়’ ম্যাচে জিতল বার্সা

gbn

ছোট দলের ওপর বেশ চড়াও বার্সেলোনা বড় ম্যাচ এলেই যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। সেই পিএসজি ম্যাচ দিয়ে শুরু, এরপর রিয়াল মাদ্রিদ, চেলসি… লা লিগা হোক বা চ্যাম্পিয়ন্স লিগ, নিয়তিটা যেন বদলাচ্ছিল না। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে এসে সে দৃশ্যটা বদলাল বার্সা। দারুণ লড়াই করে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কোচ হানসি ফ্লিকের দল।

আতলেতিকো মাদ্রিদ মৌসুম শুরুর বাজে ফর্মটাকে পেছনে ফেলে দারুণ ছন্দে ছিল। শেষ পাঁচ ম্যাচ জয় নিয়ে ন্যু ক্যাম্পে পা রেখেছিল। বার্সেলোনাও শেষ চার লা লিগা ম্যাচে জিতে এই ম্যাচে পা রাখে। দুই দলের লড়াইটা বেশ প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছিল।

ম্যাচেও হলো তাই। তবে বার্সেলোনা একটু বেশি আধিপত্য দেখিয়েছে ম্যাচে। প্রথমার্ধে শুরুতে গোল হজম করেছে বটে, কিন্তু সে গোলও ছিল অনেকটা ধারার বিপরীতে। নাহুয়েল মলিনার বাড়ানো লং বল দারুণভাবে আয়ত্বে নিয়ে গোল করেন অ্যালেক্স বায়েনা।

সে গোলের জবাব বার্সা দিয়েছে কিছুক্ষণ পরই। পেদ্রি গনজালেসের বাড়ানো দারুণ এক পাসে রাফিনিয়ার পায়ে যায় বল। তিনি এরপর গোলরক্ষক ইয়ান অবলাককে দারুণ এক ডজে এড়িয়ে গিয়ে ফাঁকা জালে বল জড়ান।

প্রথমার্ধেই বার্সা ম্যাচে লিড নিতে পারত। তবে দানি অলমোর পাইয়ে দেওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি রবার্ট লেভান্ডভস্কি। বল মেরে দেন ক্রসবারের অনেক ওপরে। সেই মিসের পরপরই শোধবোধের সুযোগ পেয়ে গিয়েছিলেন পোলিশ এই স্ট্রাইকার। লামিন ইয়ামালের ক্রস থেকে তার নেওয়া শট অবলাক দারুণভাবে ঠেকিয়ে দেন। ফলে ১-১ গোলে থেকে বিরতিতে যায় দুই দল। 

দ্বিতীয়ার্ধে বার্সা চাপ আরও বাড়ায়। ৬৫তম মিনিটে বক্সের একটু সামনে লেভান্ডভস্কির ব্যাকহিলে বাড়ানো বল নিয়ে বিপদসীমায় ঢুকে পড়েন দানি অলমো। গোলরক্ষককে ফাঁকি দিয়ে তিনি বল জড়ান জালে। ২-১ গোলে এগিয়ে যায় বার্সা।

সেই গোল লিড এনে দিয়েও স্বস্তি এনে দিতে পারেনি। ১ গোলের লিড সামলাতে হাই লাইন রক্ষণের কৌশল থেকে সরে এসেছিলেন কোচ ফ্লিক। ৮৪ মিনিটে পেনাল্টির আবেদন তুলেও সাড়া পায়নি আতলেতিকো মাদ্রিদ। এরপর একাধিক আক্রমণ বার্সা সামলেছে দুরু দুরু বুকে। 

তবে সে অস্বস্তি দূর হয় যোগ করা সময়ের একেবারে শেষ মিনিটে। প্রতি আক্রমণে উঠে এসে অ্যালেক্স বালদে বল বাড়ান ফেররান তরেসকে। তার গোলই জয় নিশ্চিত করে কাতালানদের। 

এ জয়ের ফলে ১৫ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে বার্সা লিগের শীর্ষে জাঁকিয়ে বসেছে আরও। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ খেলেছে একটি কম ম্যাচ, তাদের পয়েন্ট ৩৪। আজ রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলবে দলটা। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন