জিবন-এর এনওয়াইপিডিতে কর্নরতদের পদোন্নতি উদযাপন ও প্যানেল সমর্থন ঘোষণা

gbn

হাকিকুল ইসলাম খোকন,

জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক (জিবন) গত মংগলবার,২৫ নভেম্বর ২০২৫,নিউইয়র্ক এর বাংগালি অধ্যুষিত জামাইকার ষ্টার কাবাব রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এনওয়াইপিডিতে সদ্য পদোন্নতি প্রাপ্ত সদস্যদের সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানে কেক কাটা, ফুল উপহার এবং প্রোক্লেমেশন প্রদান করা হয় ।খবর আইবিএননিউজ ।এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশী পুলিশ সদস্যদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং কমিউনিটির প্রতি অবদানের স্বীকৃতি স্বরূপ জীবন এ অনুষ্ঠানের আয়োজন করে ।

 

অনুষ্ঠানে  সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম শামস এ. আলী, ক্যাপ্টেন আব্বাস, সংবাদ সংস্থা ও পোর্টাল জার্নালিজমের অন্যতম অগ্রদূত বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং জ্যামাইকা মুসলিম সেন্টার–এর সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ। জিবনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং কো-ফাউন্ডারসহ সংগঠনের নেতৃত্ব উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্ত সদস্যদের শুভেচ্ছা জানান।এতে সভাপতিত্ব করেন জীবন এর সভাপতি ও এনওয়াইপিডি ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনওয়াইপিডি অবসরপ্রাপ্ত ডিটেকটিভ রাসেক মালেক ।

উল্লেখযোগ্য বিষয় হলো, ব্রঙ্কস থেকে Bronx Brotherhood এবং American Bangladeshi Law Enforcement Society (ABLES) এর সদস্যরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে জ্যামাইকা পর্যন্ত আসেন জিবনের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন জানাতে। দূরবর্তী এলাকা থেকে তাদের এই উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মর্যাদা যোগ করে।

ভারী বৃষ্টির মধ্যেও কমিউনিটির সদস্যরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন, যা জিবনের প্রতি তাদের শুভেচ্ছা, ঐক্য এবং শক্তিশালী বন্ধনকে আরও স্পষ্টভাবে তুলে ধরে।

পদোন্নতি উদযাপনের পাশাপাশি জিবন আনুষ্ঠানিকভাবে ২০২৬–২০২৭ সালের বাপা এক্সিকিউটিভ বোর্ড নির্বাচনে “ট্রান্সপারেন্ট অ্যান্ড ইনক্লুসিভ প্যানেল” কে সমর্থন ঘোষণা করে। সদস্যরা স্বচ্ছতা, ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের মূল্যবোধে তাদের দৃঢ় আস্থা পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি শেষ হয় সম্মিলিত ছবি, উষ্ণ শুভেচ্ছা এবং কমিউনিটির প্রতি নতুন অঙ্গীকারের মধ্য দিয়ে, যা বাংলাদেশি-আমেরিকান আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের জন্য এক গর্বের ও স্মরণীয় মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়।                                        জীবন-এনওয়াইপিডিতে  কর্মরত সদ্য পদোন্নতি প্রাপ্ত যেসকল বাংলাদেশী সদস্যদের সম্মাননা প্রদান করেন তারা হলেন সাজ্জাদুর রহমান,ফুয়াদ হোসেন,কামরুল ইসলাম,সুনিয়া বডুয়া,শাম্মূ মিয়া, নাসরিন জে আলম,মোহাম্মদ শামসুদ্দিন,আবু  আজিম,মোহাম্মদ এম রহমান.সাইফুল ইসলাম,জিএমআর রহমান,মনিরুল  এম তালুকদার প্রমুখকে পদোন্নতির সাইটেশন প্রদান করা হয় ।অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন