বাংলাদেশ সেন্টারের এক গ্রুপের সাংবাদিক সম্মেলন

gbn

 লণ্ডন বাংলা প্রেস ক্লাবে বাংলাদেশ সেন্টারের এক গ্রুপের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।বাংলাদেশ সেন্টারের সিনিয়র সহ সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব‍্য রাখেন সেন্টারের সাধারন সম্পাদক অধ‍্যাপক এ কে শহীদুর রহমান ।
তিনি তাঁর লিখিত বক্ত‍্যব‍্যে বলেন যে -জনাব দিলওয়ার হোসেনের নেতৃত্বে গঠিত কমিটি অবৈধ ।বিগত দুই বছর ধরে বাংলাদেশ সেন্টারের বিরাজমান বিরোধ ও সমস‍্যা নিরসনের জন‍্য মাননীয় হাই কমিশনার মিসেস আবিদা ইসলাম সাংবিধানিক চেয়ারম‍্যান হিসাবে গত ১৭ নভেম্বর বাংলাদেশ সেন্টারে কাউন্সিল অব ম‍্যানেজমেন্টের সভা আহ্বান করেছিলেন ।কিন্তু সেখানে হাই কমিশনার ,ডেপুটি হাই কমিশনার ও অন‍্যান‍্য কর্মকর্তাদের অপদস্থ করা হয় ।সভাস্থলে গিয়ে দেখা যায়-কোন চেয়ার টেবিল নেই ।সব চেয়ার টেবিল সরিয়ে রাখা হয়েছে ।সভা আহ্বানকারী হাই কমিশনারের অনুমতি ছাড়া মিডিয়াকে দাওয়াত দেওয়া হয় ।সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করা হয় ।গেট আউট গেইট বলে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয় ।এমনকি ডেপুটি হাই কমিশনারের গাড়িতে হামলা চালিয়ে অপদস্থ করার চেষ্টা করা হয় ।( ভিডিও ফুটেজে এ সবের সত‍্যতা রয়েছে )এ সময় হাইকমিশনার ও হাই কমিশনের কর্মকর্তারা  বাংলাদেশ সেন্টার অপমানিত হয়ে ত‍্যাগ করেন ।
এ পরিস্থিতিতে জননিরাপত্তার স্বার্থে আমি পুলিশ কল করি ।পুলিশী প্রহরায় হাই কমিশনার  আবার বাংলাদেশ সেন্টারে ফিরে আসেন ও সাংবাদিকদের সামনে বক্তব‍্য রাখেন ।
এক প্রশ্নের জবাবে অধ‍্যাপক শহীদুর রহমান বলেন যে -আমরা দুই পক্ষই একে অন‍্যের ভাই ও আত্মীয় ।একই কমিউনিটির লোক ।একমাত্র আলোচনার মাধ‍্যমে সমঝোতার ভিত্তিতে সাংবিধানিক প্রক্রিয়ায় বিরাজমান সমস‍্যার সমাধান সম্ভব ।ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার রক্ষায় তিনি কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন ।
অন‍্য প্রশ্নের জবাবে তিনি বলেন যে - বাংলাদেশ হাই কমিশনারের পদত‍্যাগের দাবী সম্পূর্ণ অযৌক্তিক ।যারা তাদের অপমান করেছে তাদের হাই কমিশনারের কাছে ক্ষমা চাওয়া উচিত ।
সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ সেন্টারের এই গ্রুপের পক্ষে আরো উপস্থিত ছিলেন -আলহাজ্ব কবির উদ্দিন ,চীফ ট্রেজারার ফাইজুল হক ,মিসেস ফেরদৌস রহমান ,আলহাজ্ব মোহাম্মদ ইছবাহ উদ্দিন প্রমুখ ।
বিপুল সংখ‍্যক সাংবাদিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ।
এখানে উল্লেখ‍্য -গতকাল বাংলাদেশ সেন্টারের দিলওয়ার হোসেনের নেতৃত্বাধীন আরেক গ্রূপের একটি সংবাদ সম্মেলন লণ্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় ।সে সম্মেলনে ১৭ ই নভেম্বরের ঘটনার জন‍্য হাই কমিশনারকে দায়ী করা হয় এবং হাই কমিশনার আবিদা ইসলাম ,ডেপুটি হাই কমিশনার ও হেড অব চ‍্যান্সারীর পদত‍্যাগ দাবী করা হয় ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন