ব্যাট-বলের পারফরম্যান্সে ক্যারিয়ারসেরা রেটিং রিশাদের

gbn

মিরপুরে রেকর্ড বোলিং করে ম্যাচসেরার পুরস্কার প্রথম ওয়ানডেতেই পেয়েছিলেন রিশাদ হোসেন। বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। মিরপুরের স্পিন মায়াজালের পারফরম্যান্স দিয়েই এবার আইসিসির কাছ থেকে বড় সুখবর পেয়েছেন বাংলাদেশের লেগস্পিনার।

অবশ্য শুধু প্রথম ওয়ানডের নয়, দ্বিতীয় ম্যাচের ৩ উইকেটও রিশাদের র‌্যাংকিংয়ের উন্নতি অবদান রেখেছে।

আজ প্রকাশিত র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা ৪৩০ রেটি অর্জন করেছেন। বোলারদের তালিকায় ৬৫ ধাপ উন্নতি হয়েছে তার। এতে জুনাইদ সিদ্দিকি ও কালেম সানার সঙ্গে যৌথভাবে ৬৬ নম্বরে আছেন তিনি। তার সঙ্গে বোলিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদের।

১৬ ধাপ এগিয়ে ৭১ নম্বরে থাকা বাঁহাতি স্পিনার নাসুমের বিপরীতে ১৮ নম্বরে আছেন মিরাজ। ৬ ধাপ এগানো মিরাজ বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে আছেন। বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স করে ১০ ধাপ এগিয়ে ৪৭ নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রোস্টন চেস।

 

অন্যদিকে উন্নতি হয়ে দুই অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কের।

৪ ধাপ এগিয়ে ২১ নম্বরে আছেন বাঁহাতি পেসার স্টার্ক। আর ৬ ধাপ উন্নতি করে ১০ নম্বরে আছেন হ্যাজলউড। শীর্ষ দশে আরেকটি রদবদল আছে। নামিবিয়ার বার্নাড স্কোলজের এক ধাপ উন্নতি হওয়ায় ৬ নম্বরে নেমে গেছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। ৭১০ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে আছেন রশিদ খান।

 

ব্যাট-বলের দারুণ পারফরম্যান্সে অলরাউন্ডার র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে রিশাদের। দুই ম্যাচ মিলিয়ে ৯ উইকেট ও ৬৫ রান করে ৮৭ ধাপ এগিয়েছেন তিনি। ক্যারিয়ারসেরা ১৫১ রেটিং নিয়ে তার অবস্থান ৩৭ নম্বরে। উন্নতি হয়েছে মিরাজেরও। ১ ধাপ এগিয়ে ৪ নম্বরে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এতে নিচে নেমে গেছেন রশিদ খান। শীর্ষ ১০ আরেকটি পরিবর্তন হচ্ছে—রাচিন রবীন্দ্রর এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠায় দশে নেমে গেছেন রবীন্দ্র জাদেজা। আর ৩৩৪ রেটিং নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

ব্যাটিংয়ের শীর্ষ দশে একটি বদল এসেছে। গতকাল সুপার ওভারের ম্যাচে ফিফটি হাঁকানো ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ এক ধাপ এগিয়ে ৯ নম্বরে আছেন। তাকে জায়গা দিতে ১০ নম্বরে আছেন শ্রেয়াস আইয়ার। ৭৬৮ রেটিং নিয়ে চূড়ায় আছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল।

প্রথম ওয়ানডেতে ফিফটি করে ৭ ধাপ উন্নতি হয়ে তাওহিদ হৃদয়ের। ৩৫ নম্বরে থাকা হৃদয় বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষে। ২ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে উঠেছেন মিরাজ। আর পাঁচ ধাপ এগানো সৌম্য আছেন ৮৬ নম্বরে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন