প্রতিবাদকে বুড়ো আঙুল দেখিয়ে মায়ামিতে বার্সেলোনা-ভিয়ারিয়ালের লা লিগার ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তবে স্পেনের বাইরে সেই ম্যাচটি হচ্ছে না। তীব্র প্রতিবাদের মুখে ম্যাচ আয়োজন থেকে সরে এসেছে লা লিগা কর্তৃপক্ষ।
গতকাল এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে স্পেনের শীর্ষ লিগ কর্তৃপক্ষ।
বিবৃতিতে লিখেছে, ‘মায়ামিতে ম্যাচের আয়োজকদের সঙ্গে আলোচনা করেছে রেলেভেন্ট। গত কয়েক সপ্তাহ ধরে স্পেনে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে। গভীর দুঃখের সঙ্গে লা লিগা জানাচ্ছে, স্প্যানিশ ফুটবলের আন্তর্জাতিকীকরণের ঐতিহাসিক সুযোগ হতে পারত প্রকল্পটি, কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না।’
আগামী ২০ ডিসেম্বর ম্যাচটি হওয়ার কথা ছিল।
এই ম্যাচ আয়োজনে কাজ করছিল রেলেভেন্ট। উত্তর আমেরিকার ফুটবল বাজারে এই প্রতিষ্ঠানটি লা লিগার হয়ে কাজ করে। এবারই প্রথম স্পেনের বাইরে লা লিগার ম্যাচটি মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।
এর আগে গত ৬ অক্টোবর অনুমতি দেওয়ার বিষয়ে উয়েফার বিবৃতিতে বলা হয়েছিল, অনিচ্ছা সত্ত্বেও দুটি দলের লিগ ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
পরে রিয়াল মাদ্রিদসহ বেশ কটি ক্লাব প্রতিবাদ জানায়। এমনকি লা লিগার অন্য খেলোয়াড়দের সঙ্গে বার্সেলোনারও অনেক ফুটবলার প্রতিবাদ করে। শেষ পর্যন্ত সমালোচনার মুখেই ম্যাচটি বাতিল করতে বাধ্য হলো লিগা কর্তৃপক্ষ।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন