মৌলভীবাজারে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

gbn

মৌলভীবাজার প্রতিনিধি ||

মৌলভীবাজার সদর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেনের সঙ্গে জেলা সাংবাদিক ইউনিয়নের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জাফর ইকবাল। এতে সহ-সভাপতি শেখ মাহমুদুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিক নেতারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকরা বরাবরের মতোই উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থে কাজ করে আসছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন ইউএনও’র নেতৃত্বে সদর উপজেলায় উন্নয়নের গতি বাড়বে এবং নাগরিক সমস্যার কার্যকর সমাধান হবে। সাংবাদিকরা স্থানীয় অবকাঠামো উন্নয়ন, সাংবাদিকদের নিরাপত্তা, নির্যাতন প্রতিরোধ ও প্রশাসনিক জটিলতা নিরসনের দাবি উপস্থাপন করেন।

ইউএনও মো. রাজিব হোসেন তার বক্তব্যে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি বলেন, “প্রশাসন ও সাংবাদিকরা যদি একসাথে জনগণের কল্যাণে কাজ করে, তবে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন সম্ভব।” এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতায় প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিবাণী নিউজের সম্পাদক মনিরুজ্জামান মনির, দৈনিক মৌমাছি কণ্ঠের সহকারী বার্তা সম্পাদক বিশ্বজিৎ কর, সাংবাদিক সমশাদ আহমদ, দুরুদ আহমেদ, তরফদার মামুনুর রশীদ মামুন, পায়েল আহমদ, ফজলুর রহমান, এনামুল হক আলম, সাইফুল ইসলাম, মহসিন আহমদ, জুসেফ আলীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

সভা শেষে জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে নবাগত ইউএনও মো. রাজিব হোসেনের নতুন দায়িত্বে সাফল্য কামনা করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন