পূর্বজুড়ীতে ৩ প্রবাসীর বসতবাড়ীর জমি দখলের অভিযোগ আসুকের বিরুদ্ধে

gbn

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ জুড়ীতে প্রবাসী ৩ ভাইয়ের সম্পত্তি অবৈধ দখল ও আত্মসাতের অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘঠনাটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ২নং পূর্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ বিষয়গুলো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি দক্ষিণ বড়ধামাই গ্রামের মৃত হাজী মো: ছওয়াব আলী মিয়ার কাতার প্রবাসী ছোট ছেলে ফখরুল ইসলামের পক্ষে ও বড় ছেলে মাসুক উদ্দিন আসুকের বিরুদ্ধে গত ২৫ মে সংবাদ সম্মেলন করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিচার চেয়েছিলেন মা মরহুমা হাজী ছইফুল বিবি।
   
বিগত প্রায় ২০ বছর পূর্বে উক্ত জায়গাটি জরিপ করে সরেজমিনে জায়গায় প্রায় ১৯ শতক কম পাওয়া যায়। এ বিষয়টা নিয়ে এ পর্যন্ত কয়েককবার ভূমি জরিপও করা হয়। উক্ত জমির দক্ষিণ পাশের সিমানায় মরহুম হাজী মোঃ ফরিজ আলীর টিলা জমি রয়েছে। 

বিগত এ ১৮-২০ বছর থেকে আসুক উদ্দিন জায়গাটি একাই ভোগ করে আসছে। আসুক ফখরুল ইসলামের বিরুদ্ধে একাধিক বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দায়ের করে। দীর্ঘদিন হয়রানির শেষে ফখরল ইসলাম সবকটি মামলার রায় পান।  পরবর্তীতে মিথ্যা মামলা ও হয়রানি বিষয় নিয়ে পারিবারিকভাবে আলাপ আলোচনা সাপেক্ষে মাসুক উদ্দিন আসুক কে তার বর্তমান বাড়িটি ৩ লাখ টাকা দিয়ে কিনে দেওয়া হয়।  

ফ্রান্স প্রবাসী নজরুল ইসলাম অভিযোগ করেন তার বাবা মৃত হাজী মো: ছওয়াব আলী ও মাতা মরহুমা হাজী ছইফুল বিবি মৃত্যুবরণ করার পর থেকেই আসুক পুরাতন বাড়ির জমি আত্মসাৎ করার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। এ বিষয়ে  আসুক উদ্দিন মাসুককে অনুরোধ জানানো হয় উক্ত জায়গা নিয়ে নতুন করে আর কোন বিরোধে না জড়ানোর জন্য। প্রবাসী অপর ৩ ভাই দেশে আসার পর সবাই এক সাথে জরিপ করে সকলের নিজ নিজ জায়গা বন্টন করে বুঝিয়ে নেওয়া হবে কিন্তু আসুক উদ্দিন মাসুক সে উপস্থিত মানলেও পরবর্তীতে মানেনি। ফখরুল প্রবাসে চলে যাওয়ার পর থেকে আসুক এই জায়গাটি নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকে। 

সর্বশেষ গত ১০ আগষ্ট ফ্রান্স প্রবাসী নজরুল ইসলাম তার বাড়ীতে পুরাতন বসতঘর সংস্কার করার জন্য ৩ লক্ষাধিক টাকার ইট, রড, সিমেন্ট ও বালুসহ মালামাল আনলে আশুক তাদের কাজে বাঁধা ও আপত্তি দেয়। এছাড়াও বসতবাড়ীর দক্ষিন সীমানার টিলার জায়গায় আপত্তি দেয়। ২কিয়ারের বেশী জায়গায় বিগত ১২ বছর যাবত রানিং ফিশারীসহ আশপাশের সমস্ত জমির মধ্যে সে আপত্তি প্রদান করে। বাড়ীর উত্তর পার্শ্বের কৃষি জমিতে ১১ আগষ্ট ধান চাষের কাজের জন্য শ্রমিকগন কাজ করাকালীন অবস্থায় আপত্তি দিয়ে কাজ বন্ধ করিয়ে দেয় এবং শ্রমিকদের হুমকি প্রদান করে। বর্তমানে বাড়ীর সমস্ত কাজ বন্ধ থাকায় বৃষ্টিতে সমস্ত বালু ভেসে যাচ্ছে এবং অন্যান্য মালামাল নস্ট হয়ে যাচ্ছে। বর্তমানে আশুক বাড়ীর অন্যান্য সদস্যদের নানান হুমকি দিয়ে আসছে। বাড়ীতে কোন পুরুষ অভিবাবক না থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছেন সদস্যরা।

একপর্যায়ে বাড়ির বিভিন্ন ধরনের ফসলের গাছ বিক্রি করতে আসুককে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের অপর ৩ ভাই দেশে আসার পরে যার যার জমি বুজে নেওয়ার কথাও বলা হয় এবং মরহুম ফরিজ আলীর পক্ষ থেকে জায়গাটি জরিপ সাপেক্ষে আসুক বা ফখরুলের পাওনা হলে ফিরিয়ে নেওয়ার কথাও বলা হয়। আসুক এই জমি দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নজরুল ইসলাম বলেন আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন