চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তাস দিয়ে টাকার বিনিময়ে গোল হয়ে আসর বসিয়ে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করেছে র্যাব। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৮ সহস্্রাধিক টাকা জব্দ করা হয়। সোমবার (৬সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতেররশিয়া চামা গ্রামের একটি আমবাগানে জুয়া খেলারত অবস্থায় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।আটকদের ৩ জন জেলার সদও ও অপর ৩ জন জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। ###

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন