ভারত অধিনায়ক কোহলির আচরণে হতাশ লয়েড

জিবি নিউজ 24 ডেস্ক //

কথায় কথায় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সংশয় প্রকাশ করেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের এমন প্রবণতায় খুশি নন প্রাক্তন ইংল্যান্ড তারকা ডেভিড লয়েড। তিনি বিষয়টাকে হতাশাজনক বলে উল্লেখ করেন।

হেডিংলে টেস্টের প্রথম দিনে ইশান্ত শর্মা দু'টি নো বল এবং একটি ওয়াইড করার পরে কোহলিকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ডেউলি মেইলে নিজের কলামে কোহলির এমন আচরণ নিয়ে নিজের মতামত প্রকাশ করেন লয়েড।

 

প্রাক্তন তারকা লেখেন, বিরাট কোহলি একজন অন্যতম সেরা ক্রিকেটার। তবে ওকে ক্রমাগত আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে দেখে আমি অত্যন্ত হতাশ। ইশান্ত শর্মা প্রথম ওভারেই দু’বার ওভারস্টেপ করে। পরে অফসাইডে একটি ওয়াইড বল করে, সেটা অ্যালেক্স হোয়ার্ফের সঠিক সিদ্ধান্ত ছিল। প্রথম স্লিপে দাঁড়ানো কোহলিকে দৃশ্যতই হতাশ দেখায় এবং নিজের অখুশি প্রকাশ করে ও।

লয়েড লেখেন, ওভারের শেষে ও বিষয়টা আবার উত্থাপন করে। এটা শুধুমাত্র একটা ওয়াইড বল ছিল। আম্পায়ারদের এ বিষয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা দরকার বলে আমি মনে করি।

লয়েড এও মনে করছেন যে, হেডিংলেতে টস জিতে প্রথমে ব্যাট করার জন্য অনুতপ্ত হতে পারে ভারত। কেননা ম্যাচের শুরু থেকেই পিচ ও পরিস্থিতি ভারতের অনুকূলে ছিল না। অ্যান্ডারসন যে সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি, সে কথাও উল্লেখ করেন প্রাক্তন তারকা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন