চাঁপাইনবাবগঞ্জে দু’জন বীর মুক্তিযোদ্ধা’র ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

gbn

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সেতাব উদ্দিন(৭২) ও গোমস্তাপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম (৬৫)  ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি-ইলাহি রাজিউন। সোমবার (৯ আগষ্ট) ভোররাত ৩টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেতাব উদ্দিন মারা যান। তিনি শিবগঞ্জ পৌর সেলিমাবাদ এলাকার বাসিন্দা (সাবেক শিবগঞ্জ শ্যামপুর ইউনিয়নের হাদিনগর গ্রামের অধিবাসী)। মৃুত্যকালে তিনি স্ত্রী,এক ছেলে,৩ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেল সাড়ে ৩টায় রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামাজ শেষে শিবগঞ্জ পৌর কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল,উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি,পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান,বূও মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু,তরিকুল ইসলাম, আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার ভোর ৫টার দিকে গোমস্তাপুরের রহনপুর পৌর বহিপাড়া নিবাসী  বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল ৩টায় রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর বহিপাড়া মিঠুর চাতালে নামাজে শেষে বহিপাড়া সরকারী গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান,উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান,রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,বীর মুক্তিযোদ্ধা আখতার আলী,পুলিশ পরিদর্শক সেলিম রেজা প্রমুখ।     ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন