চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যেক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার আওতায় ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) নাচোল বিআরডিবি মিলনায়তনে এক অনুষ্ঠানে ১১ জন ক্ষুদ্র ও মাঝারী নারী ও পুরুষ উদ্যোক্তদের মাঝে সাড়ে ১১ লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদ,সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোখলেসুর রহমান,উপজেলা সমবায় অফিসার সুনীল কুমার সরকার,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর নূর সহ সংশ্লিস্টরা।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জানান,করোনাভাইরাস পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারী শিল্পকে টার্গেট করে উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে প্রথমবারের মত পল্লী উদ্যোক্তা ঋণ তহবিল হতে এরুপ ঋণ (এসএমই) দেয়া হল। তিনি আরও জানান,পল্লী এলাকায় ঋণদান কর্মসূচী সম্প্রসারণে এ ধরণের ঋণ কাজে আসবে। উদ্যোক্তারা ঋণের অর্থ পল্লী উন্নয়ন বোর্ডের তত্বাবধানে নিজেদের ভাগ্য উন্নয়নে বিনিয়োগ করবেন। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন