ধান-চালের বাজার অস্থিতিশীলকারীদের প্রতি জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারী বেআইনিভাবে ৮শ’ টন ধান মজুদের দায়েচাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২ ধান গোডাউন মালিকের কারাদন্ড ও ১৩ লক্ষ টাকা অর্থদন্ড

gbn



জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগর ও জুগিডাইং এলাকায় অবস্থিত দুটি গোডাউন মালিককে বেআইনিভাবে ৮শ’ টন (১১ হাজার ৪শ’ বস্তা) ধান মজুদের দায়ে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মজুদ ধান আগামী ৭ দিনের মধ্যে খোলাবাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (৭’সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যামাণ আদালতগুলো পরিচালনা করা হয়।
এদিকে ভ্রাম্যামাণ আদালতের অভিযানের ব্যাপারে জেলা প্রশাসক এজেডএম নূরুল হক বলেন,সম্প্রতি চালের বাজার অস্থিতিশীল করতে একটি চক্র কাজ করছে। বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। বাজার নিয়ন্ত্রণে অবিলম্বে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।  
সোমবারের অভিযানে দন্ডিতরা হলে, নয়ানগর গোডাউন মালিক ও চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর মহল্লার মৃত কসিমুদ্দিনের ছেলে সাদিকুল ইসলাম(৫৪) এবং জুগিডাইং গোডাউনের মালিক শহরের আরামবাগ মহল্লার আব্দুল গফুরের ছেলে আনোয়ারুল ইসলাম (৫২)।
দন্ডিত সাদিকুলকে  ১০ হাজার বস্তায় ৭শ’ টন চাল মজুদের দায়ে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড,সেই সাথে ১০ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অপরদিকে দন্ডিত আনোয়ারুলকে ১ হাজার ৪ শত বস্তায় ১শ’ টন চাল মজুদের দায়ে ২ মাস বিনাশ্রম কারাদন্ড সেই সাথে ৩ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১০ দিন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তরা অর্থদন্ড পরিশোধ করেছে।
আদালত পরিচালনাকরাী এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রবিন মিয়া বলেন,১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৩ ধারা লংঘন করে ১ মাসের অধিক মজুদদারির দায়ে ওই দু’জনকে সাজা দেয়া হয়েছে। এছাড়া তারা যথাযথ ট্রেড,খাদ্য বিভাগের মজুদ ও বাজার নিয়ন্ত্রণ অফিসের কাগজপত্র দেখাতে পারেননি। আদালতের আদেশে বলা হয়েছে,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান,খাদ্য কর্মকর্তা ও বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তার সমন্বয়ে আগামী ৭ দিনের মধ্যে মজুদ ধান  খোলাবাজারে বিক্রি করে বিক্রির টাকা মালিককে বুঝিয়ে দিবেন।
অভিযানকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাকিউল ইসলাম,জেলার উপ খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম,জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা নূরুল ইসলাম,সদর থানার উপপরিদর্শক(এসআই) আবু হাসান,উর্ধতন গোয়েন্দা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ###

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন