ওয়েস্ট লন্ডনে তিনটি সেবা নিয়ে চালু হয়েছে বিসমিল্লাহ ওয়ার্ল্ড লিমিটেড

ইব্রাহিম খলিল ||
মানি ট্রান্সপার, ট্রাভেল ও একাউন্টেন্সি, এই তিনটি সুবিধা নিয়ে ওয়েস্ট লন্ডনের ওয়েস্ট-ড্রাইটনে চালু হয়েছে ব্যবসা প্রতিষ্টান- বিসমিল্লাহ ওয়ার্ল্ড লিমিটেড। সোমবার ফিতা কেটে প্রতিষ্টানটি উদ্ভোধন করেন, হিলিংডন বারা কাউন্সিলের লেবার পার্টির চীফ হুইপ জানা ডানকান।
এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল, আবু মিয়া, মুহিবুর রহমান পিন্টু, হানিফ ইসলাম, ফখরুল ইসলাম, শহীদুজ্জামান, আঙ্গুর মিয়া, আনোয়ার মিয়া, সাইফুল ইসলামসহ আরো অনেকে।
প্রতিষ্টানটির সেবা গ্রহন করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন , এর পরিচালক মোহাম্মদ শফিউল ইসলাম শাহিন ও মোহাম্মদ জিয়াউল ইসলাম শানুর।