ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১শ ১৩ জন।সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, গত ২৪ ঘন্টায় কালীগঞ্জ ও কোটচাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ৪ জন ও মহেশপুরে ২ জন মারা গেছে।২৪ ঘন্টায় ২৯২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ১শ ১৩ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৩৮.৬৮। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪২, শৈলকুপায় ১১, হরিণাকুণ্ডুতে ৯, কালীগঞ্জে ২৮, কোটচাঁদপুরে ১৫ ও মহেশপুরে ৮ জন আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৭শ ৪ জনে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ১শ ১৯ জন। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি বিমল কুমার সাহা।তিনি বর্তমানে নিজ বাড়ী শৈলকুপার কবিরপুরে চিকিৎসীন রয়েছেন।এদিকে চলমান কঠোর লকডাউনে প্রশাসনের শৈথিল্যতা রয়েছে বলে মনে করছেন সাধারন মানুষ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন