লন্ডনে মেট্রো স্টেশনে আবার জঙ্গি আতঙ্ক

জিবিনিউজ24 ডেস্ক:
আবার জঙ্গি আতঙ্ক ঘিরে ধরল লন্ডন শহরকে। আতঙ্কের জেরে খালি করে দেওয়া হয়েছে অক্সফোর্ড সার্কাস মেট্রো স্টেশন ও সংলগ্ন এলাকা।
স্টেশনে থাকা মানুষদের সরিয়ে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে ছেয়ে গিয়েছে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে টিউব রেল। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স।
শুক্রবার বিকেলে অক্সফোর্ডের রাস্তায় কেনাকাটার ধুম চলছে তখন। ব্ল্যাক ফ্রাইডে সেল চলায় দোকানে দোকানে ভিড়। হঠাৎ যেন ছন্দপতন। জানা যায়, অক্সফোর্ড সার্কাস স্টেশনে চলে গুলি। খবরটি ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি পড়ে যায় চারদিকে।
এদিক খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ফাঁকা করে দেওয়া হয় স্টেশন চত্বর। তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় পাশের এক বাড়িতে। টুইট করে জানায় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। সেই সঙ্গে লন্ডনবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে পড়ার আবেদন জানানো হয়।