জিবিনিউজ24ডেস্ক//
মৌলভীবাজারের বড়লেখায় ব্যবসায়ীদের কল্যাণে গঠন করা হয়েছে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এক সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ব্যবসায়ী সেলিম উদ্দিন, সাংবাদিক সুলতান আহমদ খলিল, পৌর কাউন্সিলর কবির আহমেদ, রেহান পারভেজ রিপন, ব্যবসায়ী আমিনুল ইসলাম, জমির উদ্দিন, আবুল হাসেম স্বপন প্রমুখ।
সভায় সর্বসম্মতিতে ব্যবসায়ী আবুল হোসেনকে সভাপতি ও হারুনুর রশীদ বাদশাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-সহসভাপতি সেলিম উদ্দিন, আব্দুল ওয়াহাব, সহসাধারণ সম্পাদক আব্দুল লতিফ, জমির উদ্দিন, কোষাধ্যক্ষ নিতাই দেবনাথ, জুনেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ আলী, জয়নুল ইসলাম, তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য রুয়েল আহমদ, হাসান আহমদ, জাকির আহমদ, ফয়জুর রহমান, হোসেন আহমদ, নুরুল ইসলাম, জুম্মান আহমদ, আবুল হাসিম স্বপন, মনসুর আহমদ, নিজাম উদ্দিন ও মনজুর আহমদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন