চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সোয়া ৩ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রায় সোয়া ৩ কোটি টাকা ব্যয়ে ৬ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। রোববার (৫’জানুয়ারী) দিনব্যাপী মনাকষা,দূর্লভপুর,ধাইনগর ও চককীর্ত্তি ইউনিয়নে পৃথক অনুষ্ঠানে সড়কগুলোর উন্নয়ন কাজ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম,দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু,এড.আতাউর রহমান সহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কাজগুলো বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। ##