জিবি নিউজ ।।
নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের খুদকরিমপুর গ্রামে আদর্শ সমাজকল্যাণ যুব সংঘ এর উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ০৩ই মে সোমবার বেলা ২ ঘটিকায় খুদকরিমপুরে আদর্শ সমাজকল্যাণ যুব সংঘ'র অস্থায়ী কার্যালয়ে নজরুল ইসলামের সভাপতিত্বে ও মুজাহিদ আলীর পরিচালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খুদকরিমপুর, দৌলতপুর গ্রামের মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খুদকরিমপুর গ্রামের প্রবাসী ও দেশে অবস্থানরত সবার সাহায্য সহযোগিতায় মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন, প্রবীণ মুরব্বি ছানু মিয়া, আশিক মিয়া, বাছিত মিয়া, আব্দুল কাদির শাহীন, লিলু মিয়া,মাখন মিয়া সহ প্রমুখ। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এহিয়া আহমেদ। এ সময় উক্ত সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ-বিদেশে অবস্থানরত সবার সুস্বাস্থ্য ও সফলতা কামনায় মোনাজাত করেন খুদকরিমপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আউয়াল আহমদ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন